
কেমন কাটবে আপনার আজকের দিন, দেখে নিন রাশিফল
০১.০৮.২০২০-শনিবার
এরিস
শুভ রং- সাদা, শুভ সংখ্যা- ১২, শুভ সময়- বেলা ১২টা ৩০মিনিট থেকে ১টা ৪০মিনিট।
১. স্বাস্থ্যের প্রতি যত্ন নিন। শরীর খারাপ হতে পারে।
২. কর্মক্ষেত্র এবং পড়াশোনার জন্য আজকের দিন ভাল।
৩. দাম্পত্যজীবনে সমস্যা হতে পারে।
টরাস
শুভ রং- লাল, শুভ সংখ্যা- ২৭, শুভ সময়- দুপুর ১টা ৩০মিনিট থেকে ২টো ৩০মিনিট
১. আজকের দিন মোটের উপর ভাল কাটবে।
২. ব্যবসার ক্ষেত্রে লাভের পরিমাণ বাড়বে।
৩. উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিদ্যার্থীরা নতুন সুযোগ পাবেন।
জেমিনি
শুভ রং- হাল্কা সবুজ, শুভ সংখ্যা- ৯৪, শুভ সময়- সকাল ১০টা থেকে ১১টা ৪০মিনিট
১. সাবধানে চলাফেরা করুন। চোট-আঘাতের সম্ভাবনা আছে।
২. আজকের দিনে অতিরিক্ত খরচের সম্ভাবনা রয়েছে।
৩. জীবনসঙ্গীর পরামর্শে সিদ্ধান্ত নিলে উপকার পাবেন।
ক্যানসার
শুভ রং- হলুদ, শুভ সংখ্যা- ৬৫, শুভ সময়- দুপুর ২টো থেকে ৩টে ৪০মিনিট
১. পরিবারের সুখবর আসবে।
২. দাম্পত্যজীবনে শান্তি বজায় থাকবে।
৩. কর্মক্ষেত্রে অত্যধিক কাজের চাপে অতিরিক্ত পরিশ্রম হবে।
লিও
শুভ রং- গোলাপি, শুভ সংখ্যা- ৭৮, শুভ সময়- দুপুর ১টা ৩০মিনিট থেকে ২টো ৪০মিনিট
১. চাকরি নিয়ে সংশয়ে থাকবেন।
২. অনেকদিন পর পুরোনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে।
৩. প্রিয়জনের সাফল্যে আনন্দ পাবেন, গর্ব হবে।
ভার্গো
শুভ রং- সাদা, শুভ সংখ্যা- ৮৮, শুভ সময়- বেলা ১টা ৪০মিনিট থেকে ৩টে
১. আজ যেকোনও ব্যাপারে সিদ্ধান্ত নিতে গিয়ে দোটানায় থাকবেন।
২. কর্মক্ষেত্রে সহকর্মীদের দ্বারা সমস্যায় পড়তে পারেন।
৩. কারও পরামর্শে কোনও কাজ করতে যাবেন না।
লিব্রা
শুভ রং- বেগুনি, শুভ সংখ্যা- ৮৪, শুভ সময়- বিকেল ৪টে থেকে ৫টা
১. বাড়ি বা ফ্ল্যাট কেনার ব্যাপারে কথাবার্তা এগোবে।
২. যেকোনও ব্যাপারে মাথায় খারাপ চিন্তাভাবনা আসতে পারে। সমস্যা হলে কারও সঙ্গে শেয়ার করুন।
৩. ধর্মীয় চিন্তাভাবনায় মনযোগ বাড়বে।
স্করপিও
শুভ রং- গোলাপি, শুভ সংখ্যা- ৫৩, শুভ সময়- বিকেল ৫টা থেকে ৬টা
১. মানসিক অশান্তি ও চাঞ্চল্য-অস্থিরতায় ভুগতে পারেন।
২. আজ পরিবারের শুভ কাজ সম্পন্ন হবে।
৩. সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে।
স্যাজিটেরিয়াস
শুভ রং- সাদা, শুভ সংখ্যা- ৩৮, শুভ সময়- দুপুর ১টা থেকে ২টো
১. অন্যের আনন্দ-খুশিকে গুরুত্ব দিন।
২. আত্মবিশ্বাস নিয়ে যেকোনও কাজ করুন, সাফল্য আসবে।
৩. গবেষণার সঙ্গে যুক্তরা সুখবর পাবেন।
ক্যাপ্রিকর্ন
শুভ রং- বাদামি, শুভ সংখ্যা- ৭০, শুভ সময়- বেলা ২টো থেকে ৩টে
১. যেকোনও সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের সঙ্গে পরামর্শ করুন।
২. বেড়াতে যাওয়ার পরিকল্পনা বাতিল হবে।
৩. জীবনসঙ্গীর সঙ্গে মনোমালিন্য হতে পারে।
অ্যাকোয়ারিস
শুভ রং- নীল, শুভ সংখ্যা- ৬৫, শুভ সময়- বেলা ১টা থেকে ২টো ৩০মিনিট
১. পিতা বা পিতৃস্থানীয় কারও শরীর নিয়ে চিন্তায় থাকবেন।
২. ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধি পাবে।
৩. স্বাস্থ্যের প্রতি সচেতন হোন।
পাইসেস
শুভ রং- সবুজ, শুভ সংখ্যা- ৮৩, শুভ সময়- সকাল ১০টা থেকে ১১টা ২০মিনিট
১. কথা বলার সময় সংযত থাকুন, বিশেষ করে কর্মক্ষেত্রে।
২. অকারণ তর্কে জড়াবেন না।
৩. শারীরিক সমস্যার কারণে ক্লান্তি লাগবে।