
কেমন কাটবে আপনার আজকের দিন, দেখে নিন রাশিফল
১৮.০১.২০২১- সোমবার
ছোটবেলায় ঘরোয়া ক্রিকেটে শচীন তেণ্ডুলকরের সঙ্গে জুটিতে বিশ্বরেকর্ড গড়েছিলেন তিনি। ভারতীয় একদিনের দলে সুযোগ পেয়েছিলেন ১৯৯১ সালে। টেস্ট দলে অভিষেক ১৯৯৩ সালে। ক্রিকেট বিশেষজ্ঞরা ভেবেছিলেন বাঁ’হাতি এই ব্যাটসম্যান দীর্ঘদিন খেলবেন ভারতের জার্সি গায়ে। কিন্তু ১৯৯৫ সালেই খেলে ফেলেন শেষ টেস্ট। ২০০০ সালে শেষ হয়ে যায় একদিনের কেরিয়ারও। ব্যক্তিগত জীবনে বিশৃঙ্খলা তাঁর ক্রিকেট কেরিয়ার শেষ করে দিয়েছিল তাড়াতাড়ি। ক্রিকেটের পরে বিনোদন জগতেও নিজের মুখ দেখিয়েছেন বিনোদ কাম্বলি। আজ তাঁর ৪৯ তম জন্মদিন।
জন্ম তারিখ অনুযায়ী বিনোদ কাম্বলির রাশি কিন্তু ক্যাপ্রিকর্ন। আজ যাঁদের জন্মদিন সেই সব মানুষের দিনটা কেমন যাবে একঝলকে দেখে নেওয়া যাক।
ক্যাপ্রিকর্ন
শুভ সংখ্যা- ৩৭, শুভ রঙ- কালচে লাল, শুভ সময়- বেলা ২ট থেকে ৩টে ৩০মিনিট
১। কর্মক্ষেত্রে বিনা কারণে অপদস্থ হতে পারেন
২। বন্ধুর পরামর্শে কোনও কাজ না করাই ভাল
৩। সন্তানের শরীর নিয়ে চিন্তায় থাকবেন
বাকি রাশির আজকের দিন কেমন কাটবে—-
এরিস
শুভ সংখ্যা- ৯৮, শুভ রঙ- বাদামি, শুভ সময়- দুপুর ১টা থেকে ২টো ৩০মিনিট
১। আজ আয়ের পরিমাণ বাড়বে
২। ছোটখাটো ব্যাপারে বাড়িতে ঝামেলা হতে পারে
৩। দামি জিনিস কিনতে পারেন আজ
টরাস
শুভ সংখ্যা- ৫৬, শুভ রঙ- গোলাপি, শুভ সময়- বেলা ৩টে থেকে ৪টে ২০মিনিট
১। সামাজিক কাজের জন্য দানধ্যান করতে পারেন
২। আজ কোনও কিছুতে বিনিয়োগ করে লাভবান হবেন
৩। অনেকদিন পর পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে
জেমিনি
শুভ সংখ্যা- ৮৭, শুভ রঙ- মেরুন, শুভ সময়- বিকেল ৪টে থেকে ৫টা ৩০মিনিট
১। সম্পত্তি বেচাকেনার ক্ষেত্রে লাভবান হবেন
২। দাম্পত্য জীবনে জটিলতা বাড়তে পারে
৩। বুঝেশুনে টাকাপয়সা খরচ করুন
ক্যানসার
শুভ সংখ্যা- ৩৮, শুভ রঙ- চেরি লাল, শুভ সময়- বেলা ২টো ৩০মিনিট থেকে ৩টে ৪০মিনিট
১। কর্মসূত্রে বাড়ি থেকে দূরে যেতে হতে পারে
২। বিয়ের ব্যাপারে বাড়িতে আলোচনা হতে পারে
৩। ব্যবসায় নতুন পরিকল্পনা সাফল্য আনবে
লিও
শুভ সংখ্যা- ২৭, শুভ রঙ- কমলা, শুভ সময়- বেলা ১টা থেকে ২টো ২০মিনিট
১। ভাড়াবাড়ি ছেড়ে বাড়ি বা ফ্ল্যাট কেনার পরিকল্পনা করতে পারেন
২। ঝুঁকিবহুল বিনিয়োগ থেকে লাভবান হবেন
৩। টাকাপয়সা খরচে হ্রাস টানা প্রয়োজন
ভার্গো
শুভ সংখ্যা- ৬৯, শুভ রঙ- সবুজ, শুভ সময়- বেলা ২টো ৩০মিনিট থেকে ৩টে ৪০মিনিট
১। আয়ের নতুন উৎস খুঁজতে পারেন
২। শরীর-স্বাস্থ্যের প্রতি নজর দিন, ঠিকমতো খাওয়াদাওয়া করুন
৩। জীবনসঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে যাবে
লিব্রা
শুভ সংখ্যা- ৮৭, শুভ রঙ- কালচে নীল, শুভ সময়- বেলা ১টা ২০মিনিট থেকে ৩টে
১। ব্যবসায় নতুন বিনিয়োগের পরিকল্পনা করতে পারেন
২। বাড়ি বা ফ্ল্যাট পরিবর্তনের কথা ভাবতে পারেন
৩। উচ্চশিক্ষায় নিযুক্তরা সুখবর পেতে পারেন
স্করপিও
শুভ সংখ্যা- ৯৫, শুভ রঙ- মেরুন, শুভ সময়- বিকেল ৪টে ৩০মিনিট থেকে ৫টা ৪০মিনিট
১। শরীর স্বাস্থ্যের প্রতি যন্তশীল হোন
২। খাওয়াদাওয়ার প্রতি খেয়াল রাখুন, অনিয়ম করবেন না
৩। বাড়ির বয়স্কদের শরীর নিয়ে চিন্তায় থাকবেন
স্যাজিটেরিয়াস
শুভ সংখ্যা- ৪৩, শুভ রঙ- হলুদ, শুভ সময়- বেলা ৩টে থেকে ৪টে
১। ব্যবসায়িক ক্ষেত্রে জীবনসঙ্গীর পরামর্শে লাভবান হবেন
২। মাথার যন্ত্রণায় কষ্ট পেতে পারেন
৩। আইন সংক্রান্ত কাজে সাফল্য আসবে
অ্যাকোয়ারিস
শুভ সংখ্যা- ৩৯, শুভ রঙ- সাদা, শুভ সময়- সকাল ১০টা ৩০মিনিট থেকে ১১টা ৪০মিনিট
১। মাথা গরম করে কোনও কাজ করবেন না
২। যৌথ ব্যবসায় বিনিয়োগের আগে ভেবেচিন্তে নিন
৩। শেয়ারে বিনিয়োগ করে লাভবান হবেন
পাইসেস
শুভ সংখ্যা- ৪১, শুভ রঙ- ল্যাভেন্ডার, শুভ সময়- বেলা ১২টা থেকে ১টা ৩০মিনিট
১। পারিবারিক সমস্যা মেটাতে জীবনসঙ্গীর সঙ্গে আলোচনা করুন
২। একসঙ্গে অনেক কাজের দায়িত্ব নিয়ে সমস্যায় পড়তে পারেন
৩। আইনি জটিলতায় অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন