
কেমন কাটবে আপনার আজকের দিন, দেখে নিন রাশিফল
০২.০৫.২০২০-শনিবার
এরিস (Aries):
শুভ সংখ্যা- ১৭, শুভ সময়- বেলা ২টো থেকে ৩টে ৪০মিনিট, শুভ রঙ- সাদা
- রাগ-জেদ নিয়ন্ত্রণে রাখুন
- নতুন কাজের খবর আসতে পারে
- পারিবারিক অশান্তি এড়িয়ে চলুন
টরাস (Taurus):
শুভ সংখ্যা- ৮২, শুভ সময়- বিকেল ৪টে থেকে ৫টা ৩০মিনিট, শুভ রঙ- গোলাপি
- উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা আসবে
- ফেলে রাখা তাড়াতাড়ি সেরে ফেলুন
- মানসিক অস্থিরতা বাড়বে
জেমিনি (Gemini):
শুভ সংখ্যা- ৫৭, শুভ সময়- দুপুর ১টা ২০মিনিট থেকে ২টো ৪০মিনিট, শুভ রঙ- লাল
- বাভা-আম্যের শরীর নিয়ে চিন্তা বাড়বে
- নতুন বিনিয়োগের ব্যাপারে ভাববেন না
- রাস্তাঘাটে সাবধানে বেরোবেন
ক্যানসার (Cancer):
শুভ সংখ্যা- ২৭, শুভ সময়- বেলা ৩টে থেকে ৪টে, শুভ রঙ- আকাশি
- আগুন থেকে সাবধানে থাকুন
- পরিবারের সঙ্গে সময় কাটান
- জীবনসঙ্গীর সঙ্গে মনোমালিন্য হতে পারে
লিও (Leo):
শুভ সংখ্যা- ৯৮, শুভ সময়- সকাল ১০টা ৩০মিনিট থেকে ১১টা ৫০মিনিট, শুভ রঙ- কমলা
- প্রেমের সম্পর্কে জটিলতা কমবে
- পরিকল্পনামাফিক অনেকটা এগিয়ে যাওয়া কাজও ভেস্তে যেতে পারে
- প্রতিবেশীদের এড়িয়ে চলুন
ভার্গো (Virgo):
শুভ সংখ্যা- ৬৭, শুভ সময়- বিকেল ৫টা থেকে ৬টা, শুভ রঙ- হলুদ
- ছোটোখাটো ব্যাপারে বাড়িতে ঝামেলা হবে
- বন্ধুদের অতিরিক্ত বিশ্বাস করবেন না
- আর্থিক সমস্যায় পড়তে পারেন
লিব্রা (Libra):
শুভ সংখ্যা- ৭২, শুভ সময়- বেলা ৩টে ৩০মিনিট থেকে ৪টে ৫০মিনিট, শুভ রঙ- নীল
- ক্রিয়েটিভ কাজের যঙ্গে যুক্তরা নতুন কাজের সুযোগ পাবেন
- মানসিক হতাশা বাড়বে
- টাকাপয়সা মেপে খরচা করুন
স্করপিও (Scorpio):
শুভ সংখ্যা- ৫০, শুভ সময়- বেলা ২টো থেকে ৩টে ৪০মিনিট, শুভ রঙ- কালচে লাল
- শরীরের যত্ন নিন
- পারিবারিক অশান্তি বাড়তে পারে
- বিনিয়োগের আগে ভাবনাচিন্তা করুন
স্যাজিটেরিয়াস (Sagittarius):
শুভ সংখ্যা- ৩৮, শুভ সময়- বিকেল ৫টা ৩০মিনিট থেকে ৬টা ৩০মিনিট, শুভ রঙ- হলুদ
- মনের মত কোনও কাজ হবে না
- ভুল সিদ্ধান্ত নেওয়াও আর্থিক ক্ষয়ক্ষতি হবে
- মা-বাবার শরীর নিয়ে চিন্তা হবে
ক্যাপ্রিকর্ন (Capricorn):
শুভ সংখ্যা- ৪৭, শুভ সময়- দুপুর ১টা থেকে ২টো ৪০মিনিট, শুভ রঙ- নীল
- কর্মক্ষেত্রে সুনাম বাড়বে
- উচ্চশিক্ষায় নতুন সুযোগ আসবে
- দাম্পত্য জীবনে সুখ-শান্তি বজায় থাকবে
অ্যাকোয়ারিস (Aquarius):
শুভ সংখ্যা- ১৭, শুভ সময়- দুপুর ২টো ৩০মিনিট থেকে ৪টে, শুভ রঙ- কমলা
- ছাত্রছাত্রীদের পড়াশোনায় বাধা আসবে
- পায়ের ব্যথায় কষ্ট পেতে পারেন
- অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সমস্যার সমাধান হবে
পাইসেস (Pisces):
শুভ সংখ্যা- ২৮, শুভ সময়- সকাল ১০টা থেকে ১১টা ৪০মিনিট, শুভ রঙ- সাদা
- রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন
- অতিরিক্ত পরিশ্রম শরীরের পক্ষে খারাপ
- প্রতিবেশীর সঙ্গে সমস্যা হতে পারে