
কেমন কাটবে আপনার আজকের দিন, দেখে নিন রাশিফল
২৫.০৫.২০২০-সোমবার
এরিস (Aries):
শুভ সংখ্যা-১৭, শুভ সময়- দুপুর ২টো ৪০মিনিট থেকে ৩টে ৫০মিনিট, শুভ রঙ- আকাশি
- পারিবারিক অশান্তি বাড়তে পারে
- কর্মক্ষেত্রে পরিশ্রম অনুযায়ী ফল পাবেন না
- অকারণ তর্ক-বিতর্ক এড়িয়ে চলুন
টরাস (Taurus):
শুভ সংখ্যা- ৩৮, শুভ সময়- বেলা ১২টা ৪০মিনিট থেকে ২টো, শুভ রঙ- গোলাপি
- কর্মক্ষেত্রে নতুন পরিকল্পনা নিয়ে চিন্তা-ভাবনা করবেন
- জীবনসঙ্গীর সঙ্গে মনোমালিন্য মিটে যাবে
- সংসারে ভাল খবর আসবে
জেমিনি (Gemini):
শুভ সংখ্যা- ৪৩, শুভ সময়- বিকেল ৪টে থকে ৫টা ৪০মিনিট, শুভ রঙ- সাদা
- মানসিক অশান্তি বাড়তে পারে
- সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তা হবে
- হঠাৎই আর্থিক টানাটানি হতে পারে
ক্যানসার (Cancer):
শুভ সংখ্যা- ৯৭, শুভ সময়- বেলা ৩টে থেকে ৪টে ২০মিনিট, শুভ রঙ- ধূসর
- নতুন কাজ করার জন্য উৎসাহ পাবেন
- ফ্ল্যাট বা বাড়ি কেনা বা বদলের পরিকল্পনা বাতিল করুন
- উচ্চশিক্ষার কাজে সাফল্য আসবে
লিও (Leo):
শুভ সংখ্যা- ২৩, শুভ সময়- দুপুর ১টা থেকে ২টো ৩০মিনিট, শুভ রঙ- লাল
- জীবনসঙ্গীর শরীর নিয়ে চিন্তায় থাকবেন
- কর্মক্ষেত্রে কাজের ক্ষেত্রে সহকর্মীদের সহায়তা পাবেন
- সম্পত্তির ব্যাপারে অভিজ্ঞ লোকের সঙ্গে আইনি শলা-পরামর্শ করবেন
ভার্গো (Virgo):
শুভ সংখ্যা- ৫৭, শুভ সময়- সকাল ১০টা ৩০মিনিট থেকে ১২টা, শুভ রঙ- নীল
- কর্মক্ষেত্রে মেজাজ ঠান্ডা রেখে কাজ করুন
- তৃতীয় ব্যক্তির কারণে স্বামী-স্ত্রী’র মধ্যে ঝামেলা হতে পারে
- সাবধানে চলাফেরা করুন
লিব্রা (Libra):
শুভ সংখ্যা- ৭, শুভ সময়- বেলা ৩টে ২০মিনিট থেকে ৪টে ৪০মিনিট, শুভ রঙ- সবুজ
- মা কিংবা মাতৃস্থানীয় কারও শরীর নিয়ে চিন্তায় থাকবেন
- খরচের ব্যাপারে হ্রাস টেনে চলাই ভাল
- কাউকে আর্থিক সাহায্য করতে যাবেন না
স্করপিও (Scorpio):
শুভ সংখ্যা- ৮৯, শুভ সময়- বেলা ২টো ৩০মিনিট ৪টে, শুভ রঙ- লাল
- নিজের ভুলের কারণে আর্থিক ক্ষতি হতে পারে
- মানসিক অস্থিরতা-চাঞ্চল্য বাড়বে
- কাউকে আর্থিক ভাবে সাহায্য করতে হতে পারে
স্যাজিটেরিয়াস (Sagittarius):
শুভ সংখ্যা- ৬৭, শুভ সময়- বিকেল ৪টে থেকে ৫টা, শুভ রঙ- কালচে লাল
- ভবিষ্যতের জন্য সঞ্চয়ের পরিকল্পনায় বাধা আসবে
- কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে
- শরীরের প্রতি যত্ন নিন
ক্যাপ্রিকর্ন (Capricorn):
শুভ সংখ্যা- ৭৫, শুভ সময়- সকাল ১০টা থেকে ১১টা ৪০মিনিট, শুভ রঙ- আকাশি
- প্রেমের সম্পর্কে জটিলতা কমবে
- প্রতিবেশীর দ্বারা উপকৃত হবে
- আর্থিক সমস্যা সাময়িক ভাবে কমবে
অ্যাকোয়ারিস (Aquarius):
শুভ সংখ্যা- ৮১, শুভ সময়- বিকেল ৫টা থেকে ৬টা, শুভ রঙ- গেরুয়া
- গবেষণার কাজে যাঁরা যুক্ত তাঁরা সাফল্য পাবেন
- মানসিক হতাশা বাড়তে পারে
- আর্থিক ব্যাপারে সমস্যা বাড়বে
পাইসেস (Pisces):
শুভ সংখ্যা- ৪২, শুভ সময়- বেলা ১টা ২০মিনিট থেকে ২টো ৫০মিনিট, শুভ রঙ- হলুদ
- পুরনো কোনও শারীরিক সমস্যা ভোগাতে পারে
- পরিবারে দায়িত্ব বাড়ছে
- ছোটখাটো কারণে সংসারে অশান্তি হতে পারে