
কেমন কাটবে আপনার আজকের দিন, দেখে নিন রাশিফল
০৮.০৫.২০২০-শুক্রবার
এরিস (Aries):
শুভ সংখ্যা- ১৭, শুভ সময়- ১০টা ৩০মিনিট থেকে ১১টা ৫০মিনিট, শুভ রঙ- হলুদ
- পরিবারের গুরজনের পরামর্শে সমস্যা মিটবে
- কর্মক্ষেত্রে চাপ বাড়বে
- জীবনসঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে যাবে
টরাস (Taurus):
শুভ সংখ্যা- ৮২, শুভ সময়- বেলা ১টা ৩০মিনিট থেকে ৩টে, শুভ রঙ- সাদা
- কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে কাজ করুন
- পেটের সমস্যায় কষ্ট পেতে পারেন
- মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে
জেমিনি (Gemini):
শুভ সংখ্যা- ৬২, শুভ সময়- সকাল ১১টা থেকে ১২টা ২০মিনিট, শুভ রঙ- লাল
- বিদেশে থেকে দেশে ফেরা নিয়ে দুশ্চিন্তায় থাকবেন
- শেয়ার বিনিয়োগের আগে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন
- দাম্পত্য জীবনে সুখ-শান্তি বজায় থাকবে
ক্যানসার (Cancer):
শুভ সংখ্যা- ৯৮, শুভ সময়- বেলা ২টো থেকে ৩টে ৪০মিনিট, শুভ রঙ- গোলাপি
- কর্মক্ষেত্রে কাজের ক্ষেত্রে সহকর্মীদের সাহায্য পাবেন
- বাড়ি কেনার ভাবনা আপাতত বাদ দিন
- সন্তানের সাফল্যে গর্ব হবে
লিও (Leo):
শুভ সংখ্যা- ৪২, শুভ সময়- বেলা ৩টে ৪০মিনিট থেকে ৫টা ১০মিনিট, শুভ রঙ- বেগুনি
- চাকরিজীবীদের ক্ষেত্রে সুখবর আসবে
- সাবধানে চলাফেরা করুন, চোট-আঘাতে সম্ভাবনা রয়েছে
- আধ্যাত্মিক ব্যাপারে আগ্রহ বাড়বে
ভার্গো (Virgo):
শুভ সংখ্যা- ৫৭, শুভ সময়- বেলা ১টা ৩০মিনিট থেকে ২টো ৫০মিনিট, শুভ রং- কালচে লাল
- মাতৃস্থানীয় কারও পরামর্শে উপকৃত হবে
- তৃতীয় ব্যক্তির কারণে প্রেমের সম্পর্কে সমস্যা হবে
- উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদ্যার্থীরা সুযোগ পাবেন
লিব্রা (Libra):
শুভ সংখ্যা- ৭৯, শুভ সময়- বেলা ২টো থেকে ৩টে, শুভ রঙ- গেরুয়া
- কোনও জটিল কাজে আজ হাত না দেওয়াই ভাল
- জীবনসঙ্গীর সাফল্যে খুশি হবে
- ভবিষ্যতের সঞ্চয় নিয়ে পরিবারে আলোচনা হবে
স্করপিও (Scorpio):
শুভ সংখ্যা- ৩৮, শুভ সময়- বেলা ২টো ৫০মিনিট থেকে ৪টে, শুভ রঙ- আকাশি
- আর্থিক ব্যাপারে একটু সমস্যা হতে পারে
- কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপ থাকবে
- মানসিক চাঞ্চল্য বাড়বে
স্যাজিটেরিয়াস (Sagittarius):
শুভ সংখ্যা- ৪২, শুভ সময়- বেলা ৪টে থেকে ৫টে, শুভ রঙ- গোলাপি
- সাংসারিক সমস্যা সামলাতে মাথা ঠান্ডা রাখুন
- কর্মক্ষেত্রে ভাল কাজের জন্য সুনাম পাবেন
- সম্পত্তি বিক্রির ব্যাপারে পরিবারে আলোচনা হবে
ক্যাপ্রিকর্ন (Capricorn):
শুভ সংখ্যা- ৩২, শুভ সময়- বেলা ৩টে ৪টে ৫০মিনিট, শুভ রঙ- হলুদ
- প্রিয়জনের সঙ্গে অনেকদিন পর যোগাযোগ হবে
- বন্ধুর পরামর্শে উপকৃত হবেন
- গবেষণামূলক কাজে সাফল্য আসবে
অ্যাকোয়ারিস (Aquarius):
শুভ সংখ্যা- ৯৮, শুভ সময়- সকাল ৯টা ৩০মিনিট থেকে ১০টা ৪০মিনিট, শুভ রঙ- সাদা
- জীবনসঙ্গীর সঙ্গে মনোমালিন্য হতে পারে
- ব্যবসার ক্ষেত্রে লাভ হতে পারে
- ছোটখটো কারণে সংসারে সমস্যা হবে
পাইসেস (Pisces):
শুভ সংখ্যা- ৬২, শুভ সময়- বেলা ১২টা ৪০মিনিট থেকে ২টো, শুভ রঙ –হলুদ
- বিদেশযাত্রার পরিকল্পনা এখন বাতিল হবে
- কর্মক্ষেত্রে সহকর্মীদের দ্বারা উপকৃত হবেন
- পুরনো কোনও রোগে ভুগতে পারেন