
কেমন কাটবে আপনার আজকের দিন, দেখে নিন রাশিফল
০৮.০৮.২০২০-শনিবার
এরিস (Aries):
শুভ সংখ্যা- ২৫, শুভ সময়- দুপুর ২টো ৫০মিনিট থেকে বিকেল ৪টে, শুভ রঙ- সাদা
- চোখের কোনও সমস্যা হতে পারে
- আর্থিক খরচ নিয়ে চিন্তা বাড়বে
- মনের কোনও আশাপূরণে বাধা পাবেন
টরাস (Taurus):
শুভ সংখ্যা- ৯৮, শুভ সময়- দুপুর ১টা থেকে ২টো ৩০মিনিট, শুভ রঙ- লাল
- বাড়িতে কোনও কিছুর জন্য আনন্দ বাড়বে
- প্রিয়জনদের সঙ্গে বুঝে কথা বলুন
- নতুন প্রেমের প্রস্তাব পাবেন
জেমিনি (Gemini):
শুভ সংখ্যা- ৫৮, শুভ সময়- রাত ১০টা থেকে ১১টা ৩০মিনিট, শুভ রঙ- সাদা
- কর্মক্ষেত্রে উপরমহলের সঙ্গে মতপার্থক্য হবে
- স্নায়ুর দুর্বলতা ও বাতের ব্যথায় কষ্ট পাবেন
- নতুন বাড়ি বা ফ্ল্যাট কেনার পরিকল্পনা করবেন
ক্যানসার (Cancer):
শুভ সংখ্যা- ৮৫, শুভ সময়- বিকেল ৪টে ৩০মিনিট থেকে সন্ধে ৬টা, শুভ রং-মেরুন
- আজ আপনি অতিরিক্ত কিছু আশা করবেন না
- যেকোনও বিষয়ে বুদ্ধি ও কৌশল প্রয়োগ করতে হবে
- বিদেশে চাকরির সুযোগ পাবেন
লিও (Leo):
শুভ সংখ্যা- ৯৮, শুভ সময়- দুপুর ১টা থেকে ২টো ৩০মিনিট, শুভ রঙ- লাল
- বাড়িতে কোনও কিছুর জন্য আনন্দ বাড়বে
- প্রিয়জনদের সঙ্গে বুঝে কথা বলুন
- নতুন প্রেমের প্রস্তাব পাবেন
ভার্গো (Virgo):
শুভ সংখ্যা- ৩৭, শুভ সময়- দুপুর ২টো থেকে বিকেল ৩টে ৪০মিনিট, শুভ রঙ- হলুদ
- কারও প্ররোচনায় পা দেবেন না
- মায়ের শরীর খারাপ যোগ আছে
- অতিরিক্ত পরিশ্রম শরীরে দুর্বলতা আনবে
লিব্রা (Libra):
শুভ সংখ্যা- ৮৯, শুভ সময়- বেলা ৩টে ৪০মিনিট থেকে বিকেল ৫টা, শুভ রং-গেরুয়া
- শত্রুর জন্য মনে ভয়
- কোনও মহিলার প্রতি দুর্বলতা বাড়বে
- অন্যের উপকার করতে গিয়ে সমস্যায় পড়তে পারেন
স্করপিও (Scorpio):
শুভ সংখ্যা- ৪৯, শুভ সময়- দুপুর ৩টে থেকে ৪টে ২০মিনিট, শুভ রঙ- সাদা
- শারীরিক দুর্বলতা, ভোগান্তি, কাজকর্মে ব্যাঘাত
- কোনও অভিজ্ঞ লোকের সঙ্গে আইনি আলোচনা হবে
- উল্টোপাল্টা খাবার এড়িয়ে চলুন
স্যাজিটেরিয়াস (Sagittarius):
শুভ সংখ্যা- ৭৩, শুভ সময়- দুপুর ১২টা ২০মিনিট থেকে ১টা ৫০মিনিট, শুভ রঙ- হলুদ
- জ্যোতিষ চর্চায় আগ্রহ বাড়বে
- সামাজিক কাজে দায়দায়িত্ব বাড়বে
- তর্ক-বিতর্ক এড়িয়ে চলুন
ক্যাপ্রিকর্ন (Capricorn):
শুভ সংখ্যা- ২৭, শুভ সময়- দুপুর ১টা থেকে ২টো, শুভ রঙ- সবুজ
- পাওনা টাকা পাবেন না
- রাস্তা পেরনোর সাবধান থাকবেন
- গাড়ি কেনার পরিকল্পনায় বাধা আসবে
অ্যাকোয়ারিস (Aquarius):
শুভ সংখ্যা- ১১, শুভ সময়- বিকেল ৪টে থেকে ৫টা, শুভ রঙ- কমলা
- বয়সে ছোট কেউ উপকার করবে
- শত্রুর দ্বারা ক্ষতির সম্ভাবনা রয়েছে
- কুটির শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরা সমস্যায় পড়বেন
পাইসেস (Pisces):
শুভ সংখ্যা- ৩৯, শুভ সময়- সন্ধে ৬টা থেকে ৭টা, শুভ রঙ- বেগুনি
- ফ্ল্যাট বা বাড়ি কেনার ব্যাপারে কথা এগোবে
- প্রিয়জনের সঙ্গে তর্ক হবে
- বিদ্যার্থীরা পড়াশোনার ক্ষেত্রে সমস্যায় পড়বেন