
কেমন কাটবে আপনার আজকের দিন, দেখে নিন রাশিফল
০৯.০৭.২০২০-বৃহস্পতিবার
এরিস (Aries):
শুভ সংখ্যা- ৪২, শুভ সময়- দুপুর ১টা থেকে ২টো ৩০মিনিট, শুভ রঙ- গোলাপি
- লেখালেখির সঙ্গে যাঁরা যুক্ত তাঁদের সময়টা ভাল যাবে
- বন্ধুর থেকে ভাল খবর পাবেন
- সন্তানের কৃতিত্বে গর্বিত হবেন
টরাস (Taurus):
শুভ সংখ্যা- ৯১, শুভ সময়- বেলা ৩টে থেকে ৪টে, শুভ রঙ- হলুদ
- চাকরি ছেড়ে দেওয়ার চিন্তাভাবনা করবেন
- ছাত্রছাত্রীদের জন্য ভাল সময়
- মানসিক অস্থিরতা-চাঞ্চল্য বাড়বে
জেমিনি (Gemini):
শুভ সংখ্যা- ৬৫, শুভ সময়- বিকেল ৪টে ৩০মিনিট থেকে সন্ধে ৬টা, শুভ রঙ- মেরুন
- বিনিয়োগের ব্যাপারে আচমকা সিদ্ধান্ত নেবেন না
- বাস্তববাদী হওয়ার চেষ্টা করুন
- ঘনিষ্ঠ লোকের থেকে খারাপ খবর আসতে পারে
ক্যানসার (Cancer):
শুভ সংখ্যা-৭৩, শুভ সময়- বেলা ১২টা ৩০মিনিট থেকে ২টো, শুভ রঙ- লাল
- উচ্চশিক্ষার ক্ষেত্রে ভাল সুযোগ আসবে
- কর্মক্ষেত্রে সুনাম পাবেন
- বেড়াতে যাওয়ার পরিকল্পনা বাতিল হবে
লিও (Leo):
শুভ সংখ্যা-৬২, শুভ সময়- বেলা ৩টে থেকে ৪টে, শুভ রঙ- আকাশি
- পেটের সমস্যায় ভুগতে পারেন
- কোনও আইনি সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন
- পারিবারিক কাজে গুরুত্ব বাড়বে
ভার্গো (Virgo):
শুভ সংখ্যা- ৩৮, শুভ সময়- বেলা ২টো থেকে ৩টে, শুভ রঙ- সবুজ
- চাকরি পরিবর্তনের কথা ভাববেন
- পরিবারের সঙ্গে সময় কাটান
- দাম্পত্য জীবনে সুখ-শান্তি বজায় থাকবে
লিব্রা (Libra):
শুভ সংখ্যা- ৭৯, শুভ সময়- দুপুর ১টা থেকে ২টো ৩০মিনিট, শুভ রঙ- হাল্কা সবুজ
- জীবনসঙ্গীর সঙ্গে মনোমালিন্য হতে পারে
- কেউ আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে
- পুরনো কোনও শারীরিক সমস্যায় কষ্ট পেতে পারেন
স্করপিও (Scorpio):
শুভ সংখ্যা- ৬৮, শুভ সময়- বেলা ৩টে ৩০মিনিট থেকে ৪টে ৫০মিনিট, শুভ রঙ- মেরুন
- আর্থিক সমস্যায় পড়তে পারেন
- প্ররোচনায় পা দেবেন না
- উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা আসতে পারে
স্যাজিটেরিয়াস (Sagittarius):
শুভ সংখ্যা- ৫০, শুভ সময়- সকাল ১০টা থেকে ১১টা ৩০মিনিট, শুভ রঙ- কালচে লাল
- ব্যবসার পরিকল্পনা করতে পারেন
- সাংসারিক ঝামেলা বৃদ্ধির সম্ভাবনা
- মানসিক চাঞ্চল্য বাড়বে
ক্যাপ্রিকর্ন (Capricorn):
শুভ সংখ্যা- ৪৮, শুভ সময়- বেলা ২টো ৩০মিনিট থেকে ৪টে, শুভ রঙ- নীল
- কর্মক্ষেত্রে মনযোগ সহকারে কাজ করুন
- গানবাজনার প্রতি আকর্ষণ বাড়বে
- বিবাহিত জীবনে সুখ-শান্তি বজায় থাকবে
অ্যাকোয়ারিস (Aquarius):
শুভ সংখ্যা- ৫২, শুভ সময়- বিকেল ৫টা থেকে ৬টা, শুভ রঙ- গোলাপি
- পরিবারের কারও শরীর নিয়ে চিন্তা বাড়বে
- কর্মক্ষেত্রে সমস্যা হতে পারে
- আর্থিক টানাটানি চলতে পারে
পাইসেস (Pisces):
শুভ সংখ্যা- ৯২, শুভ সময়- বেলা ১২টা ৩০মিনিট থেকে ১টা ৪০মিনিট, শুভ রঙ- সাদা
- রোজগারের নতুন রাস্তা খুঁজে পেতে পারেন
- পরিবারের কারও সঙ্গে মনোমালিন্য হতে পারে
- শরীরের প্রতি যত্ন নিন