শেষ আপডেট: 5th May 2018 07:22
দ্য ওয়াল ব্যুরো: অবশেষে সাজা পেল আমেরিকায় ভারতীয় ইঞ্জিনিয়ার শ্রীনিবাস কুচিভোটলার খুনি অ্যাডান পুরিন্টন। তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার এক মাসের মাথায় ওলাথে শহরের এক বারে খুন হন শ্রীনিবাস কুচিভোটলা। তাঁর বাড়ি ছিল হায়দরাবাদে। তাঁকে গুলি করে নৌবাহিনীর প্রাক্তন সৈনিক অ্যাডাম পুরিন্টন। শ্রীনিবাসকে দেখে সে ইরানি ভেবেছিল। শ্রীনিবাসকে বাঁচাতে গিয়ে আহত হন বন্ধু অলোক মাদাসানি ও ইয়ান গ্রিলট নামে স্থানীয় এক তরুণ। ওই খুনের পরে বিশ্ব জুড়ে শোরগোল শুরু হয়। পুরিন্টনের বিরুদ্ধে হেট ক্রাইম অর্থাৎ ঘৃণার বশে অপরাধ করার মামলা করে পুলিশ । সাজা ঘোষণার সময় বিচারক বলেন, আমাদের দেশের ইতিহাসে যে অপরাধগুলি সবচেয়ে বেশি নিন্দিত হয়েছে, তার মধ্যে এই খুনের ঘটনাটি অন্যতম । পুরিন্টনের মানসিকতা নিন্দনীয় । শ্রীনিবাসকে খুন করা ছাড়াও অন্য দু’জনকে খুনের চেষ্টার অপরাধে তাকে আরও দু’টি সাজা দেওয়া হয়েছে। প্রতিটি অপরাধের জন্য তাকে ১৬৫ মাস করে জেলে কাটাতে হবে সেই অনুযায়ী ৫২ বছরের পুরিন্টনকে এখন ৫০ বছর জেলে কাটাতে হবে। তারপর সে প্যারোলের আবেদন করতে পারবে। অর্থাৎ বাকি জীবন জেলেই কাটাতে হবে তাকে। ট্রাম্প এই ঘটনা নিয়ে প্রথমে মুখ না খোলায় তাঁকে সমালোচনার মুখে পড়তে হয়। পরে কংগ্রেসের এক বক্তৃতায় তিনি প্রসঙ্গটি তোলেন। মৃত ইঞ্জিনিয়ারের স্ত্রী সুনয়না দুমালাকে আমন্ত্রণ করা হয় ট্রাম্পের প্রথম স্টেট অফ দ্য ইউনিয়ন বক্তৃতায়। সুনয়না এই রায়কে স্বাগত জানিয়েছেন। তাঁর মতে এর ফলে ঘৃণাজনিত কারণে করা অপরাধের বিরুদ্ধে কঠোর বার্তা দেওয়া গেল।