শেষ আপডেট: 13th January 2024 17:32
দ্য ওয়াল ব্যুরো: ২০২৪ সালের মার্চ মাসে উন্নতির শিখরে পৌঁছতে পারবেন কুম্ভ রাশির জাতকরা। এই সময় আপনি মনের সব ইচ্ছে পূরণ করতে পারবেন। জীবনসঙ্গীর সঙ্গেও বেশ সুখের সময় কাটাবেন। জ্যোতিষশাস্ত্র মতে, কুম্ভ রাশিতেই অবস্থান করবে শনি। আগামী ২৯ জুন ২০২৪ থেকে ১৫ নভেম্বর ২০২৪ পর্যন্ত কুম্ভ রাশিতে বক্রী দশায় থাকবে শনি। শনিদেবের কৃপায় এই বছর কুম্ভ রাশির খুব শুভ যাবে।
পেশা
নতুন বছরে অনেক চ্যালেঞ্জ থাকবে। তবে কর্মক্ষেত্র খুব শুভ। পরিশ্রমের ভাল ফল পাবেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সমর্থনও পাবেন। নতুন চাকরির যোগ আছে এ বছর। কর্মক্ষেত্রে প্রভূত উন্নতি হবে। আপনার কাজের জন্য বিদেশ যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
অর্থ
জানুয়ারি মাসে কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা আছে। কাজেই আর্থিক দিক থেকেও লাভবান হবেন। জুলাই থেকে অগস্টের মধ্যে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। বিনিয়োগের ভাবনা থাকলে পিছিয়ে যাবেন না।
পরিবার
জুন থেকে জুলাই ও নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়টা আপনার জন্য খুব ভাল যেতে পারে। পারিবারিক দিক থেকেও সব শুভ হবে। কোনও আইনি ঝামেলা থাকলে তা মিটে যেতে পারে। পরিবারের সকলের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। বয়স্কদের শরীর-স্বাস্থ্যের খেয়াল রাখা দরকার।
প্রেম
প্রেমের দিক থেকে ২০২৪ সাল কুম্ভ রাশির জাতক-জাতিকার জন্য খুবই শুভ। যাকে ভালবাসেন তার কাছে মনের কথা বলতে দ্বিধা করবেন না। কারণ সেও আপনাকে ততটাই ভালবাসে। হারানো প্রেম ফিরে আসতে পারে নতুন বছরে। দাম্পত্যে সমস্যা থাকলে তা মিটে যাবে। স্বামী-স্ত্রীর প্রেম আরও গভীর হবে। সন্তানাদির পরিকল্পনা থাকলে তার জন্য নতুন বছর খুব শুভ।
স্বাস্থ্য
স্বাস্থ্য ভাল যাবে। ব্যথা-বেদনা জনিত রোগ থাকলে তা সেরে যাবে। যদি ক্রনিক কোনও রোগ থাকে তাহলে ফেলে না রেখে ডাক্তার দেখিয়ে নিন। তবে নতুন বছর শরীর-স্বাস্থ্য ভালই থাকবে। পরিবারের সকলের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে।
এই রাশিফল একটি সাধারণীকৃত আলোচনা। প্রদত্ত পূর্বাভাসের কোনও গ্যারান্টি ‘দ্য ওয়াল’ দিচ্ছে না। নির্দিষ্টভাবে জানতে হলে বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।