শেষ আপডেট: 13th January 2024 17:14
দ্য ওয়াল ব্যুরো: কর্কট রাশির জাতকদের নতুন বছরে জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে। সমাজে মান সম্মান থেকে প্রতিপত্তি, সামনের বছর কর্মজীবনে একাধিক সাফল্য পাবেন এই রাশির জাতকেরা। তবে লক্ষ্যে থাকতে হবে অবিচল।
পেশা
২০২৪-এ কর্কট রাশির অষ্টম ঘরে শনির অবস্থানের জন্য নতুন বছরে পেশাগত জীবনে কিছু সমস্যার মুখে পড়তে পারেন। চাকরিতে হঠাত্ বদলি হতে পারেন। কেরিয়ারের বিষয়ে সঠিক পরিকল্পনা করে এগোতে হবে। দরকারে পেশা পরিবর্তনও করতে পারেন।
অর্থ
আপনার আর্থিক অবস্থার দিকে মনোযোগ দিতে হবে। যে কোনও সময়ে বুদ্ধি করে অর্থ ব্যয় করতে হবে। যতটা সম্ভব অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলা উচিত। একইসঙ্গে বিনিয়োগের রাস্তায় না যাওয়াই শ্রেয়। বছরের প্রথম থেকেই আর্থিক পরিস্থিতির ভারসাম্য বজায় রাখা জরুরি।
পরিবার
বাবা-মায়ের স্বাস্থ্যের সমস্যা হতে পারে। তাঁদের শরীরের দিকে নজর রাখবেন। প্রথম থেকেই সজাগ থেকে চিকিৎসার ব্যবস্থা করা উচিত। পারিবারিক শান্তি বজায় থাকবে।
স্বাস্থ্য
সামনের বছর কর্কট রাশির স্বাস্থ্যের দিক থেকে মিশ্র। যদিও গুরুতর কোনও অসুখে ভোগার সম্ভাবনা কম। তবে বছরভর কোনও না কোনও শারীরিক সমস্যা লেগে থাকতে পারে। নিজের খাওয়া দাওয়ার দিকে নজর রাখুন।
প্রেম
কর্কট রাশির জাতকদের জন্য প্রেম ও দাম্পত্য সম্পর্কে কিছু চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আগামী বছর এঁরা বিভিন্ন বাধার মুখে পড়তে পাড়েন। মে মাসের পর প্রেম জীবনে অশান্তি কিছুটা কমবে। সঙ্গীর সঙ্গে যতটা সম্ভব মানিয়ে নেওয়ার চেষ্টা করাই শ্রেয়।