শেষ আপডেট: 13th January 2024 17:34
দ্য ওয়াল ব্যুরো: রাশিচক্রের সর্বশেষ রাশি হল মীন। এই রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি। যাঁরা মীন রাশির জাতক, তাঁদের জন্য বৃহস্পতির কৃপায় আগামী বছরটা মোটের উপর ভালই কাটবে।
পেশা
২০২৪ সাল পেশাগত দিক থেকে মীন রাশির জাতকদের জন্য বছরটি শুভ। ভাল কাজ করায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে পড়ার সম্ভাবনা রয়েছে। ফলে পদোন্নতি ঘটবে। নতুন চাকরিতে যোগদানের ক্ষেত্রেও পথ সুগম। তবে বছরের শেষ দিকে কর্মক্ষেত্রে অহেতুক বিবাদ এড়িয়ে চলতে পারলে ভাল।
অর্থ
আপনি যদি ব্যবসায়ী হন, তাহলে ২০২৪ সালে অর্থাগমের যোগ রয়েছে আপনার। ব্যবসায় উন্নতির ফলে আর্থিক স্বচ্ছলতা বাড়বে। তবে আচমকা বেশ কিছুটা টাকা হাত থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও তা অর্থহানি নয়, বরং বিদেশযাত্রা সহ এই জাতীয় কোনও ভাল কাজেই একসঙ্গে বেশ কিছুটা টাকা খরচ হয়ে যেতে পারে।
পরিবার
২০১৪ সালের সামগ্রিকভাবে পারিবারিক জীবন মীন রাশি জাতকের জন্য অনুকূল। বাড়ির বড়দের সঙ্গে বিবাদ এড়িয়ে চলতে হবে। পারিবারিক ক্ষেত্রে সাময়িক উত্তেজনা ও সম্পর্কে টানাপোড়েন তৈরি হলেও তা বেশি দিন স্থায়ী হবে না। আত্মীয় পরিজন ছাড়া আশেপাশের মানুষ এবং বন্ধু-বান্ধবদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে।
স্বাস্থ্য
২০২৪ সালে মীন রাশির জাতকদের শরীরের প্রতি যত্ন নিতে হবে। পেটের সমস্যা দেখা দিতে পারে। তাই বাইরের খাবার যথা সম্ভব এড়িয়ে যেতে পারলেই ভাল। বছরের শেষ দিকে পরিবারের মানুষদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। তবে বিশেষ উদ্বেগের কারণ নেই। শান্ত মাথার মোকাবিলা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যেই থাকবে।
প্রেম
২০২৪ সালে মীন রাশির জাতকদের দাম্পত্য সম্পর্ক মজবুত হবে। প্রিয়জনের সঙ্গে একান্ত ঘুরতে যাওয়ার যোগ রয়েছে। প্রেমিক প্রেমিকাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তাই ঠান্ডা মাথায় কটু কথা না বলে বিবাদ মিটিয়ে ফেলতে হবে। নয়তো সম্পর্ক ভেঙে যেতেও পারে। বিয়ের পরিকল্পনা থাকলে আগামী বছর তা সফল হতে পারে।
এই রাশিফল একটি সাধারণীকৃত আলোচনা। প্রদত্ত পূর্বাভাসের কোনও গ্যারান্টি ‘দ্য ওয়াল’ দিচ্ছে না। নির্দিষ্টভাবে জানতে হলে বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।