
দ্য ওয়াল ব্যুরো: পনেরোটা বুলেটে কয়েক মিনিটেই ঝাঁঝরা হয়ে গিয়েছিল প্রবীণ সাংবাদিক সুজাত বুখারির দেহ। আজ শুক্রবার তাঁর শেষকৃত্যে শয়ে শয়ে মানুয নামলেন পথে। সুজাতের পরিবার, আত্মীয়, বন্ধু, সবকর্মীরা তো বটেই, যোগ দিলেন অগুনতি সাধারণ মানুষ।


এই হত্যাকাণ্ডে এখনও পর্যন্ত কেউ ধরা না পড়লেও ইতিমধ্যে জম্মু ও কাশ্মীর পুলিশ চার সন্দেহভাজনের ছবি প্রকাশ করেছে। প্রথমে মোটরবাইক আরোহী তিন জন এবং আলাদা করে আরও এক জনের ছবি প্রকাশ করেছে পুলিশ। প্রথম তিন জনের মুখ অর্ধেক ঢাকা থাকলেও, চতুর্থ জনের মুখ প্রকাশ পরিষ্কার দেখা যাচ্ছে। এই চার জন সন্দেহভাজন সম্পর্কে নাগরিকদের কাছে তথ্য চাওয়া হয়েছে। পরিচয় গোপন রাখার আশ্বাসও দেওয়া হয়েছে।