
দ্য ওয়াল ব্যুরো : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে চিঠি লিখেছিলেন। সেই ‘চিঠি’ প্রকাশ হয়েছে বাংলাদেশের সংবাদমাধ্যমে। যদিও চিঠিটি কীভাবে মিডিয়ার হাতে গেল বলা হয়নি। ভারত থেকে ওই মিথ্যা খবরের তীব্র প্রতিবাদ করা হয়েছে।
বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার টুইট করে বলেন, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভাজন আনার জন্য ওই খবর ছড়ানো হয়েছে। যারাই ওই খবর ছড়িয়ে থাকুক, তারা ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব চায় না। ঢাকায় ভারতীয় হাইকমিশন থেকেও বলা হয়েছে, ওই চিঠিটি ভুয়ো। অসৎ উদ্দেশ্যে চিঠিটি ছড়ানো হয়েছে।
We strongly condemn those responsible for deliberately spreading such fake and malicious news, to divide communities, create disharmony and undermine friendship between the people of India and Bangladesh. https://t.co/LEdXxutzNc
— Raveesh Kumar (@MEAIndia) November 13, 2019
হাইকমিশন থেকে বিবৃতিতে বলা হয়েছে, যারা ওই চিঠি ছড়িয়েছে, তারা বাংলাদেশের মানুষকে ভুল বোঝাতে চায়। সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করাই তাদের উদ্দেশ্য।