
দ্য ওয়াল ব্যুরো : গতবছর জুলাই মাসে আন্তর্জাতিক আদালত রায় দিলেছিল, পাকিস্তানের জেলে বন্দি কুলভূষণ যাদবের সঙ্গে ভারতের দূতদের দেখা করতে না দিয়ে আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে পাকিস্তান। কুলভূষণের মৃত্যুদণ্ডও স্থগিত রাখে সেই আদালত। গতবছর সেপ্টেম্বর মাসে কুলভূষণের সঙ্গে প্রথমবার দেখা করতে পেরেছিলেন ভারতীয় দূত। বৃহস্পতিবার বিকালে ভারতীয় দূতকে দ্বিতীয়বার কুলভূষণের সঙ্গে দেখা করতে দেওয়া হবে।
গত সপ্তাহে পাকিস্তান জানায়, চরবৃত্তির দায়ে মৃত্যুদণ্ডিত কুলভূষণ রিভিউ পিটিশন করতে চান না। তার বদলে তিনি মার্সি পিটিশন করতে চান। যখন কোনও দণ্ডিত ব্যক্তি মনে করেন, তাঁর প্রতি ন্যায়বিচার করা হয়নি তখন তিনি রিভিউ পিটিশন করেন। অর্থাৎ বিচারের প্রক্রিয়া খতিয়ে দেখার জন্য আদালতের কাছে আবেদন জানান। পাকিস্তান দাবি করেছে, কুলভূষণ যাদব রিভিউ পিটিশন করতে চাননি। অর্থাৎ পাকিস্তানের দাবি, কুলভূষণ তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ স্বীকার করে নিয়েছেন। পাকিস্তান সরকারের কাছে তিনি আর্জি জানিয়েছেন যেন তাঁকে মৃত্যুদণ্ড না দেওয়া হয়।
ভারত থেকে বলা হয়, কুলভূষণ যাতে রিভিউ পিটিশন না করেন, সেজন্য পাকিস্তান থেকে চাপ দেওয়া হচ্ছে। আগামী ২০ জুলাই রিভিউ পিটিশন করার শেষ দিন। তার আগে ভারতের দূত কুলভূষণের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। সেইমতো তাঁকে এদিন দেখা করার সুযোগ দেওয়া হবে।
২০১৭ সালের এপ্রিল মাসে কুলভূষণকে পাকিস্তানের সেনা আদালত মৃত্যুদণ্ড দেয়। ভারতের বক্তব্য, কুলভূষণ ব্যবসার কাজে ইরানে গিয়েছিলেন। পাকিস্তানের গুপ্তচররা সেখান থেকে তাঁকে অপহরণ করে। পাকিস্তানের অভিযোগ, কুলভূষণ গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসবাদে মদত দেওয়ার জন্য বালুচিস্তানে ঢুকেছিলেন। সেখান থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে।