
দ্য ওয়াল ব্যুরো : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেবল নিজের প্রচার করতে ব্যস্ত। তিনি নিজের নামে স্টেডিয়ামের নামকরণ করেন। করোনাভাইরাসের ভ্যাকসিনের সার্টিফিকেটে তাঁর ছবি ছাপা হয়। ইসরোকে তিনি বলেছেন, তাঁর ছবি যেন মহাকাশে পাঠানো হয়। সোমবার এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে তিনি বলেন, মোদী কোনদিন দেশের নামটাই নিজের নামে করে দেবেন। সেদিন আর বেশি দেরি নেই।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এদিন কলকাতায় মিছিল করেন মমতা। রবিবার ব্রিগেডের সমাবেশে মমতাকে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জ্বালানির মূল্যবৃদ্ধির বিরুদ্ধে কিছুদিন আগে মমতা বিদ্যুৎচালিত স্কুটারে চড়ে নবান্নে গিয়েছিলেন। ভাষণে সেকথা উল্লেখ করেন মোদী। রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিয়েও তিনি কটাক্ষ করেন। মমতা প্রধানমন্ত্রীর উদ্দেশে পালটা বলেন, তিনি ব্রিগেডকে বি গ্রেডে পরিণত করেছিলেন।
পরে মুখ্যমন্ত্রী বলেন, “বিজেপি নেতারা কেবল ভোটের সময় পশ্চিমবঙ্গে আসেন। মিথ্যা কথা বলেন। গুজব ছড়ান। মোদী মেয়েদের নিরাপত্তা নিয়ে কথা বলছেন? বিজেপি শাসিত রাজ্যগুলিতে মেয়েদের অবস্থা কীরকম? মোদীর পছন্দের রাজ্য গুজরাতে মেয়েরা কী অবস্থায় আছেন?”
মমতার মতে, মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উচিত বিজেপি শাসিত রাজ্যগুলির দিকে মনোযোগ দেওয়া। তাঁদের ‘মডেল স্টেট’ গুজরাতের ওপরেও নজর দেওয়া উচিত। কারণ সংবাদমাধ্যম জানিয়েছে, গত দু’বছর ধরে রোজ সেখানে দু’জন খুন হন। ধর্ষিত হন চারজন নারী।
মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের ২৯৪ টি আসনেই আমার সঙ্গে বিজেপির লড়াই হবে।