
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের সেনাবাহিনীকে উপহার হিসেবে ২০টি প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া এবং ১০টি বোমা অনুসন্ধান-প্রশিক্ষিত কুকুর তুলে দিল ভারতীয় সেনা। সূত্রের খবর, ভারত বাংলাদেশ সম্পর্কের সৌহার্দ্য চিহ্নক হিসেবে, বাংলাদেশ সেনাবাহিনীর শক্তি বাড়াতেই এই উপহার ভারতীয় সেনার।
কালীপুজোর ঠিক মুখে, মঙ্গলবার দুপুরে পেট্রাপোল বর্ডার সিকিউরিটি ফোর্সের ক্যাম্পে বাংলাদেশ সেনার হাতে এই উপহার তুলে দেয় ভারত। পড়শি দেশের তরফে এই উপহার পেয়ে খুশি বাংলাদেশ।
জানা গেছে, ভারতীয় সেনাবাহিনীর তরফে অতি উচ্চ পর্যায়ে আধুনিক ট্রেনিং দেওয়া হয়েছে। শুধু ঘোড়া ও কুকুর নয়, তাদের পরিচালনা করার জন্যও বাংলাদেশের সেনাবাহিনীর কিছু সদস্যকে প্রশিক্ষণ দিয়েছে ভারতীয় সেনা। এতে করে যে বাংলাদেশের বাহিনীর শক্তি খানিক বাড়ল, তাতে সন্দেহ নেই।
#IndianArmy gifted 20 military horses and 10 dogs trained on mine detection by Remount and Veterinary Corps #RVC to #BangladeshArmy delegation at Petrapole-Benapole Integrated Check Post on the #India – #Bangladesh Border. #IndiaBangladeshFreindship pic.twitter.com/N9Nt2UGoLB
— ADG PI – INDIAN ARMY (@adgpi) November 10, 2020
পেট্রাপোল বর্ডার সিকিউরিটি ফোর্সের ক্যাম্পে ঘোড়া ও কুকুর দিয়ে দেওয়ার পরে সেগুলি নিয়ে নিজের দেশে চলে যায় বাংলাদেশের বাহিনী। জানা গেছে, ডিসেম্বরে আরও ৩০টি এরকম প্রশিক্ষিত ঘোড়া ভারতের তরফে তুলে দেওয়া হবে বাংলাদেশের হাতে।