
দ্য ওয়াল ব্যুরো : দুবাইয়ের এক স্কুলে ক্লাস নাইনে পড়ে সরন শশীকুমার। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্টেনসিলে পোট্রেট এঁকেছিল ১৪ বছরের সেই কিশোর। সোমবার স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ছবি দেখে মোদী চিঠি লিখে তাকে ধন্যবাদ জানিয়েছেন।
গালফ নিউজ সংবাদপত্রের খবর অনুযায়ী, কেরল থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে গিয়েছিল শশীকুমারের পরিবার। সে সংসদ বিষয়ক মন্ত্রী ভি মুরলিধরনের মাধ্যমে ছবিটি মোদীর কাছে পাঠায়। গত জানুয়ারিতে দুবাইতে গিয়েছিলেন মুরলিধরন। শশীকুমারকে চিঠিতে মোদী লিখেছেন, “শিল্পের মাধ্যমে মানুষের মনের গভীরে থাকা ভাবনা ও আবেগ প্রকাশ করা যায়। তা আমাদের কল্পনার সঙ্গে সৃজনশীলতার মেলবন্ধন ঘটায়। তুমি যে পোট্রেট এঁকেছ, তাতে চিত্রশিল্পের প্রতি তোমার নিষ্ঠা প্রকাশ পায়। সেই সঙ্গে প্রকাশিত হয় দেশের প্রতি তোমার ভালবাসা।”
এরপরে মোদী লিখেছেন, “আমি নিশ্চিত, আগামী দিনে তুমি আরও বড় শিল্পী হয়ে উঠবে। আরও সুন্দর পোট্রেট আঁকবে। সেই সঙ্গে পড়াশোনাতেও ভাল করবে। তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।” শশীকুমারের টুইটার অ্যাকাউন্টে মোদীর চিঠিটি স্ক্যান করে পোস্ট করা হয়েছে।
শশীকুমার টুইটারে লিখেছে, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে দয়া করে চিঠি লিখেছেন, সেজন্য তাঁকে লক্ষ লক্ষ বার ধন্যবাদ জানাই। ওই চিঠিটি আমার কাছে প্রেরণার উৎস হয় থাকবে।