
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবারের পর শনিবার। দুয়ারে সরকারের ক্যাম্প নিয়ে ফের গোষ্ঠী কোন্দলের ঘটনা ঘটল উত্তর কলকাতায়। এদিনও অভিযোগ উঠেছে, ক্রেতা সুরক্ষামন্ত্রী সাধন পাণ্ডের উপস্থিতিতেই ১৩ নম্বর ওয়ার্ডের ক্যাম্পে গণ্ডগোল পাকানো হয়।
বিদায়ী কাউন্সিলর অনিন্দ্য রাউতের নেতৃত্বে ক্যাম্প চলছিল। ভিড়ও হয়েছিল ব্যাপক। অভিযোগ, সেই সময়েই হঠাত্ই লোকলস্কর নিয়ে ক্যাম্পে ঢুকে পড়েন সাধন। এরপরই বেঁধে যায় গণ্ডগোল।
সংবাদমাধ্যমের প্র্তিনিধিকে ধাক্কা মারার অভিযোগ উঠেছে মানিকতলার বিধায়কের বিরুদ্ধে। জানা গিয়েছে, উত্তেজনা বাড়তেই ঘটনাস্থল ছেড়ে চলে যান মন্ত্রী।
সাধন অনুগামীদের অভিযোগ, অনিন্দ্যর লোকজনই খানে বিশৃঙ্খলা পাকাচ্ছিল। ফোন পেয়ে দাদা ওখানে দেখতে গিয়েছিলেন।
গতকাল এর পাশের ১৪ নম্বর ওয়ার্ডে তৃণমূলের তীব্র কোন্দল দেখা গিয়েছিল দুয়ারে সরকার ক্যাম্পে। স্ঠানীত মাদার টেরেসা কমিউনিটি হলে দুয়ারে সরকারের ক্যাম্পে এমন পরিস্থিতি তৈরি হয় যে মানিকতলা থানার পুলিশকে ছুটতে হয়েছিল। অভিযোগ উঠেছিল, সাধনবাবুই অনুগামীদের নিয়ে গিয়ে গণ্ডগোল পাকিয়েছেন।
শুধু উল্টোডাঙা নয়। দুয়ারে সরকার নিয়ে শাসকদলের কোন্দল দেখা গিয়েছে বর্ধমানের লোকো কলোনিতেও। দুই গোষ্ঠীর মারামারির ঘটনায় জখম হয়েছেন বেশ কয়েকজন।
শুক্রবার বর্ধমানের ৬ নম্বর ওয়ার্ডের রেলওয়ে বিদ্যাপীঠ স্কুলে দুয়ারে সরকার ক্যাম্প বসেছিল। সেখানেই ক্যাম্পের দখলদারি নিয়ে জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক খোকন দাসের অনুগামীদের সঙ্গে বিবাদ বাঁধে ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মহম্মদ সেলিমের অনুগামীদের মধ্যে।