
কাবুলে গুরুদ্বারে হামলার দায় নিল আইসিস, নিহত কমপক্ষে ১১, চলছে গুলি বিনিময়
বুধবার সকালে প্রার্থনার জন্য ওই গুরুদ্বারে জমায়েত করেছিলেন স্থানীয় শিখ সম্প্রদায়ের বহু মানুষ। প্রার্থনা চলাকালীন আচমকাই সেখানে এলোপাথাড়ি হামলা চালায় অজ্ঞাত পরিচয় বন্দুকবাজরা। স্থানীয় প্রশাসনের দাবি, ইতিমধ্যেই একজন বন্দুকবাজের মৃত্যু হয়েছে।
দ্য ওয়াল ব্যুরো: কাবুলের গুরুদ্বারে হামলার দায় নিল জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট। এদিন ওই হামলায় নিহত অন্তত ১১ জন। কাবুলের ওল্ড সিটি এলাকার ওই গুরুদ্বারে প্রায় ১৫০ জনকে পণবন্দি করে রাখা হয়েছে বলেও জানা গিয়েছে। এখনও পণবন্দিদের উদ্ধারের জন্য চলছে গুলির লড়াই। ১১টি শিশুকে এখনও পর্যন্ত উদ্ধার করা গিয়েছে বলে জানিয়েছে আফগান প্রশাসন। গুরুদ্বারের ভিতরে এখনও অনেকেই রয়ে গেছেন।
বুধবার সকালে প্রার্থনার জন্য ওই গুরুদ্বারে জমায়েত করেছিলেন স্থানীয় শিখ সম্প্রদায়ের বহু মানুষ। প্রার্থনা চলাকালীন আচমকাই সেখানে এলোপাথাড়ি হামলা চালায় অজ্ঞাত পরিচয় বন্দুকবাজরা। স্থানীয় প্রশাসনের দাবি, ইতিমধ্যেই একজন বন্দুকবাজের মৃত্যু হয়েছে। বেঁচে রয়েছে আরও তিনজন।
প্রথমে আশঙ্কা করা হয়েছিল এই ঘটনার পিছনে তালিবানের হাত রয়েছে। দিন কয়েক আগেই আফগানিস্তানের জাবুল প্রদেশের একটি সেনাঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়ে ২৭ জন সেনাকে হত্যা করেছিল তালিবান। সেই ঘটনার জের কাটতে না কাটতেই ফের হামলার ঘটনাতেও তালিবানেরই হাত রয়েছে বলে মনে করা হচ্ছিল। কিন্তু পরে দায় স্বীকার করেছে আইসিস।
এই প্রথমবার নয়, অতীতেও আইসিসের হামলার শিকার হয়েছেন আফগানিস্তানের শিখেরা। বছর দু’য়েক আগে এমনই এক জমায়েতে আইসিস হামলায় মৃত্যু হয় ১৯ জনের।