
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: রেল নগরী চিত্তরঞ্জনের মধ্যে ফের খুন। এবার দুষ্কৃতীদের গুলিতে নিহত হলেন ঝাড়খণ্ডের যুব কংগ্রেস নেতা।
চিত্তরঞ্জনের কুস্তুরবা গান্ধী হাসপাতাল মোড়ে সন্ধে সাড়ে আটটা নাগাদ চললো গুলি। কয়েক জন দুষ্কৃতী এসে এক যুবককে লক্ষ্য করে গুলি করে হত্যা করে। নিহত যুবকের নাম রাহুল রাম ওরফে আলুয়া। বয়স ২৬ বছর। তিনি মিহিজাম থানার আম্বেদকর নগর এলাকার বাসিন্দা। জামাতাড়া জেলার যুব কংগ্রেসের সভাপতি ছিলেন রাহুল।
স্থানীয় মানুষ সূত্রে জানা গিয়েছে একদল দুষ্কৃতীরা এসে রাহুল রামকে লক্ষ্য করে গুলি করে। গুলি লাগে রাহুল রামের কানের নীচে।ঘটনাস্থলে লুটিয়ে পড়েন রাহুল রাম। দুষ্কৃতীরা মিহিজামের দিকে পালিয়ে যায় বলে স্থানীয় সূত্রে খবর।
চিত্তরঞ্জন থানার পুলিশ ঘটনাস্থলে এসে রক্তাক্ত রাহুলকে উদ্ধার করে স্থানীয় কেজি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

চিত্তরঞ্জন ঝাড়খণ্ড সীমান্তে। এমনকি রেল স্টেশনটিও ভৌগলিক ভাবে ঝাড়খণ্ডের মধ্যে পড়ে। চিত্তরঞ্জন রেল শহরে আরপিএফ বলয় ও পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও একের পর এক গুলি চলার ঘটনা ঘটছে। যা নিয়ে আতঙ্কিত সাধারণ মানুষ। গত বছরই জি.এম অফিস সংলগ্ন এলাকাতে গুলি চলে। নিহত হন এক স্ক্র্যাপ ব্যবসায়ী তৃণমূল কর্মী। ধারাবাহিক ঘটনায় রেল শহরের সুরক্ষা নিয়ে নানা প্রশ্ন উঠছে। রবিবারের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।