
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের প্রতি নানাসময় নিজের রাগ, ক্ষোভ উগড়ে দেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। গত কয়েকমাস ধরেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কঙ্গনা লিখেছেন, কখনও নেপোটিজম, কখনও বা মুভি মাফিয়ারা তাঁর জীবন জেরবার করে তোলেন। ক্ষুব্ধ অভিনেত্রী বিভিন্ন সময় বেফাঁস মন্তব্যও করেছেন এই নিয়ে। যেকারণে অত্যন্ত গুণী একজন অভিনেত্রী এখন সকলের চক্ষুশূল হয়ে পড়েছেন।

নেপোটিজম, মুভি মাফিয়া ছাড়াও অভিনেতাদের বিরক্ত করে আরও একটি জিনিস। যার কারণে প্রত্যেকেই অসুস্থ হয়ে পড়েন। টুইট করে কঙ্গনা লিখেছেন, নাইট শিফটে কাজ করতে করতে তাঁর শরীর খারাপ হচ্ছে। বিঘ্ন ঘটছে তাঁর স্বাভাবিক জীবনযাপন। গতকাল টুইট করে কঙ্গনা লিখেছেন, “অভিনেতাদের জীবনে নেপোটিজম, মুভি মাফিয়া ছাড়াও যে জিনিসটা সবচেয়ে কষ্টদায়ক, সেটা হল নাইট শিফট। সূর্যোদয়ের সময় ঘুমোতে গেলে শরীরের স্বাভাবিকতায় বিঘ্ন ঘটে। যার কারণে তাঁরা অসুস্থ হয়ে পড়েন। প্রথম কয়েক দিন আমার খিদে নষ্ট হয়ে গিয়েছিল। আস্তে আস্তে অভ্যাস করার চেষ্টা করছি।”
বর্তমানে কঙ্গনা ‘ধাকাড়’-এর শ্যুটিংয়ের জন্য ভোপালে রয়েছেন। ছবির কারণেই ভীষণ ব্যস্ত তিনি এখন। পরিচালক রাজনিশ ঘাইয়ের ‘ধাকাড়’-এ স্পাইয়ের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে কঙ্গনাকে। কয়েকদিন আগেই টুইট করে অভিনেত্রী জানিয়েছিলেন, ভারতীয় সিনেমার টার্নিং পয়েন্ট হতে চলেছে ‘ধাকাড়’-এর হাত ধরে। সিনেমার আলো, ক্যামেরার কাজ দেখলে চমকে যেতে পারেন দর্শকরা, দাবি করেছেন কঙ্গনা নিজে।
অন্যদিকে সম্প্রতি টুইটারে আরও এক সিনেমার কথা ঘোষণা করেছেন অভিনেত্রী। ‘মনিকর্নিকা রিটার্নস’-এর শ্যুটিং শুরু হতে চলেছে পরের বছর। আবারও মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কঙ্গনাকে। আবার এই বছরই মুক্তি পেতে চলেছে কঙ্গনা অভিনীত ‘থালাইভি’। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার বায়োপিকে অভিনয় করেছেন কঙ্গনা নিজেই। তাঁকে কোণঠাসা করা হলেও, নিজের শিল্পীস্বত্ত্বা বজায় রেখে এগিয়ে চলেছেন অভিনেত্রী, যার কারণে বর্তমানে বহু মানুষের প্রশংসা পাচ্ছেন কঙ্গনা।