
দ্য ওয়াল ব্যুরো: হবু মা বেবোর কাফতান প্রেমের কথা কে না জানেন! খান পত্নীর যে কাফতানের ওপরে একটা চরম দুর্বলতা রয়েছে সে বিষয়ে এতদিনে নেটজেনরা অবগত হয়ে গেছেন। বলাই বাহুল্য যে করিনার হাত ধরেই ফ্যাশন বাজারে আবার বেশ জাঁকিয়ে বসেছে কাফতান! প্রিয় হিরোইনকে দেখে অনেকেই এখন নিজেদের পোশাক কেনার সময়,পছন্দের তালিকাতে রাখছেন কাফতানকে।
সম্প্রতি বলিউডের বিখ্যাত ‘গার্লস গ্যাং’কে দেখা গেল একসঙ্গে। জমিয়ে বসেছে মজলিস আর সেই মজসিলের মক্ষীরানি হবু মা বেবো। তাঁকে ঘিরে রয়েছেন দিদি করিশ্মা, মালাইকা অরোরা, মল্লিকা ভাট। সেখানেই আবারও ধরা পড়লেন বেবো কাফতানে। আসলে তাঁর এই কাফতান প্রেমকে মদত দিয়েছেন নীনা গুপ্তার মেয়ে ডিজাইনার মাসাবা গুপ্তা।
মাসাবার ডিজাইন করা কাফতানকেই করিনা বানিয়ে তুলেছেন তাঁর প্রেগনেন্সিকালীন কস্টিউম। এই দিন সরষে ফুল রঙের ব্লক প্রিন্টের কাফতানে তাঁকে দেখা গেছে আসরের মধ্যমণি হিসেবে। ‘কাফতান সিরিজ’ ক্যাপশন দিয়ে সেই ছবি ইনস্টাগ্রামে পোস্টও করেন তিনি।
তাঁর কাফতান প্রেম তাই নেটপাড়াতে বহুল চর্চিত। এর আগেও তিনি লাল-কালো কাফতানে ধরা দিয়েছেন ক্যামেরার সামনে। হাউসঅফ মাসাবা থেকেও ইনস্টাগ্রামে বেবোর একটি ভিডিও পোস্ট করা হয় যেখানে তাঁকে দেখা গেছে সরষে হলুদ রঙের কাফতানে।
এছাড়াও করিনা তাঁর জন্মদিনের দিনও মাসাবার ডিজাইন করা পোশাক পরেছিলেন। সেখানেও বজায় ছিল মাসাবার সিগনেচার স্টাইল। তবে করিনাকে কাফতানে দেখার জন্যও যে ফ্যানেরা আপেক্ষা করে রয়েছেন, সে বিষয়ে মোটেও সন্দেহ নেই।কিন্তু এই মুহূর্তে তোরজোর চলছে পতৌদি পরিবারে। নতুন বছরে, নতুন অতিথিকে স্বাগত জানাতে উদগ্রীব সকলেই। সেই সঙ্গে নেটিজেনরাও অপেক্ষা করছেন নতুন স্টার কিডের জন্য।