
জয়ী কেকেআর, ফাইনালের পথে এক পা দীনেশ বাহিনীর
দ্য ওয়াল ব্যুরো: দুরন্ত বোলিং। কুলদীপ, কৃষ্ণা, রাসেলের দাপটে এলিমিনেটর জিতলো নাইট রাইডার্স। ফাইনালের পথে বাড়াল এক পা।
ব্যাটিংয়ের শেষদিকে যে ঝোড়ো শেষ করেছিলেন দীনেশ কার্তিক-রাসেল জুটি, বোলিংয়ে সেই পারফরমেন্স চোখে পড়লো কলকাতার বোলারদের কাছে। শুরুটা ভালো করেন অধিনায়ক রাহানে ও রাহুল ত্রিপাঠী। কিন্তু ত্রিপাঠী আউট হতেই খেলায় ফেরে কেকেআর। কোনও ব্যাটসম্যানকেই হাত খোলার সুযোগ দেননি তাঁরা। রাহানে ৪৬ ও স্যামসন ৫০ করলেও অনেক বল খেলতে হয় তাঁদের। শেষ কৃষ্ণা ও রাসেলের আঁটোসাঁটো বোলিং আটকে দেয় ক্লাসন, গৌতমদের।
চাওলা ২ উইকেট এবং কৃষ্ণা, কুলদীপ একটি করে উইকেট পান। ২০ ওভারে ৪ উইকেটে ১৪৪ রানে আটকে যায় রাজস্থান। ২৫ রানে ম্যাচ যেতে কলকাতা।
এই জয়ের ফলে কোয়ালিফায়ার ২-এ হায়দ্রাবাদের মুখোমুখি কেকেআর। ২৫ তারিখ ঘরের মাঠে হায়দ্রাবাদকে হারিয়ে ফাইনালের টিকিট পাকা করতে চায় দীনেশ বাহিনী।