
আজ জিতলেই প্লেঅফ প্রায় নিশ্চিত কেকেআরের
দ্য ওয়াল ব্যুরো: হায়দ্রাবাদ, চেন্নাই ছাড়া এখনও শেষ চারের শিঁকে ছেড়েনি কোনও দলের। সাপ-সিঁড়ির খেলা চলছে লিগ টেবিলে। তারমধ্যেই আজ ইডেন গার্ডেন্সে খুব গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামছে নাইট রাইডার্স। জিতলে প্রায় নিশ্চিত হয়ে যাবে প্লেঅফের রাস্তা।
লিগ টেবিলের এখন যা অবস্থা তাতে নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস ও কিংস ইলেভেন পাঞ্জাবের ১২ পয়েন্ট এবং মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পয়েন্ট ১০। প্রতিটি দলেরই বাকি ২ টি করে ম্যাচ। কলকাতার খেলা বাকি রাজস্থান ও হায়দ্রাবাদের সঙ্গে। রাজস্থান খেলবে কলকাতা ও বেঙ্গালুরুর সঙ্গে। রোহিত শর্মার দলের খেলা আছে পাঞ্জাব ও দিল্লির সঙ্গে। অশ্বিনের নেতৃত্বে পাঞ্জাব খেলবে মুম্বই ও চেন্নাইয়ের সঙ্গে। আর বিরাট কোহলি হায়দ্রাবাদ ও রাজস্থানকে হারাতে পারলে শেষ চারে পৌঁছবে।
এই আবহে আজকের খেলা নাইট রাইডার্সের কাছে ডু-অর-ডাই ম্যাচ। কারণ প্রতিটা দলেরই নিজেদের মধ্যে খেলা আছে। যে হারবে সেই পিছিয়ে পড়বে। তাই আজ যদি কলকাতা যেতে তাহলে প্রায় নিশ্চিত করে ফেলবে প্লেঅফে নিজের জায়গা। তাই জেতার জন্য মরিয়া কেকেআর।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে ঘরের সমর্থন পাবে দীনেশ বাহিনী। গত ম্যাচের ব্যাটিং আত্মবিশ্বাস যোগাবে কলকাতাকে। প্রথম পর্বের খেলায় রাজস্থানের গড় ‘সোয়াই মানসিং স্টেডিয়ামে’ গিয়ে রাজস্থানের জেতার রেকর্ড ভেঙেছিল নাইট রাইডার্স। তাই জেতার ব্যাপারে আশাবাদী তাঁরা। দীনেশ বাহিনী রাহানে অ্যান্ড কো’কে হারাতে পারে কি না উত্তর মিলবে শিগগির। অপেক্ষা আর কয়েক ঘন্টার।