
দ্য ওয়াল ব্যুরো: যেদিন আইপিএল অভিযান শেষ হয়ে গিয়েছিল, সেদিনই আভাস দিয়েছিলেন দীর্ঘদিনের কোনও সফরে তাঁর সমস্যা রয়েছে। সেই কারণেই বিরাট কোহলি জানিয়েছিলেন, এমন এক কঠিন সময়ে জৈব সুরক্ষা বলয়ে দীর্ঘদিন ধরে থাকা কোনও ক্রিকেটারের পক্ষে মানসিক হতাশার কারণ হতে পারে।
বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ও সেই কথা সমর্থন করে দুবাইতেই জানিয়েছিলেন, এবারের আইপিএল অভিযান সফল করার জন্য আমি বিশেষভাবে প্রশংসা দিতে চাই সব দলের ক্রিকেটারদের। কারণ টানা বায়ো বাবল সিস্টেমের মধ্যে থাকা যথেষ্ট চাপের বিষয়। কিন্তু ক্রিকেটাররা সেই কাজটাই করে দেখিয়ে দিয়েছে।
আইপিএল অভিযান শেষ করেই আবার ভারতীয় ক্রিকেটাররা প্রায় দুই মাসের (৫৩ দিন) অস্ট্রেলিয়া সফরে যাবেন। ১২ নভেম্বর গিয়ে ফিরবেন জানুয়ারির প্রথম সপ্তাহে। এই সফরের জন্য এরই মধ্যে তিন ফরম্যাটের দল ঘোষণা করেছে বোর্ড। মোট চার ম্যাচের টেস্ট সিরিজের শেষ দুটি ম্যাচ খেলবেন না ভারত অধিনায়ক বিরাট। সেইসময় স্ত্রী অনুষ্কা শর্মার সন্তান হবে দেশে। তিনি স্ত্রী ও সদ্যোজাত সন্তানের পাশে থাকতে চান বলে বোর্ডকে চিঠি দিয়েছেন।
আগামী ২৬ ডিসেম্বর বক্সিং ডে টেস্টের পর তৃতীয় ম্যাচটি শুরু হবে ৭ জানুয়ারি। সেইসময় স্ত্রী-র পাশে থাকার সিদ্ধান্ত নিলে তৃতীয় ও চতুর্থ (১৫ জানুয়ারি থেকে শুরু) টেস্ট খেলতে পারবেন না কোহলি। এই বিষয়ে বোর্ডও ওয়াকিবহাল, তাই দলনেতাকে ছুটি দিয়ে দেবেন বিসিসিআই কর্তারা।
বোর্ডের এক শীর্ষকর্তা সংবাদসংস্থা পি টি আই-কে বলেছেন, ‘‘বিসিসিআই সবসময় বিশ্বাস করে, পরিবার সবার আগে। যদি এমন হয় যে, অধিনায়ক পিতৃত্বকালীন ছুটি নেবেন তাহলে সে শুধু প্রথম দুই ম্যাচ খেলতে পারবে। শেষ দুই ম্যাচ ছুটির মধ্যে পড়ে যাবে।’’
করোনা পরিস্থিতি না থাকলে কোনও সমস্যা ছিল না। সদ্যোজাত শিশুকে দেখে ফের ভারতীয় শিবিরে যোগ দিতে পারতেন কোহলি। কিন্তু এখন কোয়ারেন্টিনের নিয়ম রয়েছে, তাই দেশে ফিরলে তাঁকে ১৪ দিনের কোয়ারেন্টিন পর্ব কাটাতে হবে। সেই কারণেই ওই কর্তা জানান, ‘‘এই নিয়মের জন্যই বিরাটকে আমরা ছুটি দিয়ে দেব, যাতে ওইসময় পরিবারের পাশে থাকতে পারে।’’
কোহলি যদি সরে যান, তা হলে দলের অধিনায়কত্ব করবেন লোকেশ রাহুল, তিনি দলের ডেপুটি রয়েছেন। তবে এও শোনা যাচ্ছে, চোট কাটিয়ে বোর্ডকে ফিটনেস সার্টিফিকেট দিয়ে দলে ফিরতে পারেন রোহিত শর্মা। তাই যদি হয়, সেক্ষেত্রে রোহিতই দলের অধিনায়কত্ব করবেন শেষ দুই টেস্টে। কারণ রোহিতের সেরে ওঠার প্রক্রিয়ায় খুশি বোর্ড প্রেসিডেন্ট সৌরভ। তাঁর সামনেই আইপিএলে একটি কঠিন ক্যাচ ধরেছেন রোহিত।