
দ্য ওয়াল ব্যুরো, বসিরহাট: দু’কোটি টাকা তছরুপের অভিযোগ উঠল সমবায় সমিতির ম্যানেজারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হাড়োয়া থানার মিনাখাঁ ব্লকের মোহনপুর গ্রাম পঞ্চায়েতের চন্ডিবাড়ি গ্রামে। এদিন তছরুপের অভিযোগ তুলে সমিতির সামনে বিক্ষোভ দেখান উপভোক্তারা। তাঁদের দাবি, পাঁচ বছর ধরে চন্ডিবাড়ি সমবায় কৃষি উন্নয়ন সমিতির ম্যানেজার যজ্ঞেশ্বর ভুঁইঞা দুই কোটি টাকার টাকার হিসাব দিচ্ছেন না।
ইতিমধ্যে গ্রামবাসীরা বেশ কয়েকবার বিক্ষোভ দেখিয়েছে। এমনকি তালাও মেরে ছিলেন। পরবর্তীতে প্রশাসনের হস্তক্ষেপে তালা খুলে দেওয়া হয় এবং পুনরায় চালু হয়ে যায় সমিতির কাজ।
এদিন গ্রামের পুরুষ-মহিলা মিলিয়ে প্রায় দেড়শো জন মানুষ সামনে দাঁড়িয়ে প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখান সোমবার। তবে অভিযুক্ত ব্রাঞ্চ ম্যানেজার যজ্ঞেশ্বরের দাবি, গ্রামবাসীদের সমস্ত অভিযোগ মিথ্যে। বিষয়টি নিয়ে একটি মামলাও রুজু করা হয়েছে যা কলকাতা হাইকোর্টে বিচারাধীন।
তাঁর দাবি, যাঁরা বিক্ষোভ প্রদর্শন করেছেন, তাঁরা সাধারণ মানুষের থেকে আমফানের জন্য টাকা পাইয়ে দেওয়ার আশা দেখিয়েছিলেন। কিন্তু সেটি পাইয়ে দিতে না পারায় চাপে পড়ে এই বিক্ষোভ করেছেন। তিনি আরও দাবি করে বলেন, সমিতিতে তিনি এইচওডি হিসাবে কর্তব্যরত। এই সমিতিতে ব্যাংকিং পরিষেবা দেওয়া হয়না। কারোর ঋণ প্রয়োজন হলে তা দেওয়া হয়। তবে কারো টাকা গচ্ছিত রাখার ব্যবস্থা নেই। তবে বিক্ষোভকারীদের দাবি, তাঁরা সমিতিতে টাকা গচ্ছিত রেখেছিলেন। কিন্তু তাদের টাকা না ফেরত দিচ্ছেনা সমিতি। তাই সেই টাকা ফেরত না দিলে আগামী দিনে আরও বড় আন্দোলনে নামবেন।