
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি লাভ জিহাদের (বিয়ের জন্য ধর্ম পরিবর্তন) বিরুদ্ধে আইন নিয়ে আসার প্রক্রিয়া শুরু করেছে বেশ কিছু বিজেপি শাসিত রাজ্য। তার মধ্যে সামনের সারিতে রয়েছে মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশ। এই প্রসঙ্গে সুর চড়িয়েছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশও। কিন্তু এখনই এই বিষয়ে কোনও আইন মহারাষ্ট্র সরকার আনছে না এমনটাই জানালেন শিবসেনার রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত। তিনি জানিয়েছেন আগে বিহারের নীতীশ কুমার সরকার আইন নিয়ে আসুক। তারপর তাঁরা এই বিষয়ে ভেবে দেখবেন।
গত সপ্তাহে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, দেশে লাভ জিহাদের ঘটনা অনেক বেড়ে গিয়েছে। তাই এর বিরুদ্ধে কড়া আইন নিয়ে আসা উচিত।
এই প্রসঙ্গে এদিন সংবাদমাধ্যমের সামনে সঞ্জয় রাউত বলেন, “মহারাষ্ট্রের অনেক বিজেপি নেতা লাভ জিহাদের বিরুদ্ধে আইন নিয়ে আসার দাবি করছেন। এই বিষয়ে আমার মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেজির সঙ্গে আজ সকালে কথা হয়েছে। আমরা এটাই বলতে চাই, এখনও পর্যন্ত শুধু মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশ এই আইন আনার প্রক্রিয়া শুরু করেছে। দুটোই বিজেপি শাসিত রাজ্য। তাই আগে নীতীশ কুমার বিহারে এই আইন নিয়ে আসুন। তারপরে আমরা সবটা ভেবে দেখব।”
রাউত আরও সন্দেহ প্রকাশ করেছেন, সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন থাকায় বিজেপি নেতারা এই লাভ জিহাদ নিয়ে এত সুর চড়িয়েছেন। প্রসঙ্গত কিছুদিন আগে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী জানিয়েছেন সে রাজ্যে এই ধরনের কোনও আইন বলবৎ হবে না। এবার এই বিষয়ে মুখ খুললেন সঞ্জয় রাউত।
সম্প্রতি উত্তরপ্রদেশের আইনমন্ত্রী ব্রিজেশ পাঠক জানিয়েছেন, “রাজ্যে লাভ জিহাদের ঘটনা অনেক বেড়ে গিয়েছে। তার ফলে সামাজিক ঐক্য নষ্ট হচ্ছে ও শত্রুতা বাড়ছে। এই ধরনের ঘটনার ফলে রাজ্যের নাম খারাপ হচ্ছে। তাই এর বিরুদ্ধে কড়া আইন নিয়ে আসা খুব প্রয়োজন।” ব্রিজেশ পাঠক আরও বলেন, “রাজ্যের স্বরাষ্ট্র দফতরের কাছ থেকে প্রস্তাব পাওয়ার পরেই যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেব আমরা। ইতিমধ্যেই আমরা সব রকমের প্রস্তুতি সেরে রাখছি।”
জানা গিয়েছে, ইতিমধ্যেই যোগী আদিত্যনাথ সরকারের স্বরাষ্ট্র দফতরের তরফে রাজ্যের আইন মন্ত্রককে প্রস্তাব পাঠানো হয়েছে যাতে লাভ জিহাদের বিরুদ্ধে কড়া আইন নিয়ে আসা হয়।
গত ৩১ অক্টোবর জৌনপুর ও দেওরিয়ায় উপ-নির্বাচনের সভা থেকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছিলেন, তাঁর সরকার লাভ জিহাদের বিরুদ্ধে আইন নিয়ে আসবে। তিনি বলেন, “আমরা একটা কার্যকরী আইন নিয়ে আসব। যারা নিজেদের আসল নাম ও পরিচয় লুকিয়ে মা-বোনদের সম্মান নিয়ে খেলছে তাদেরকে হুঁশিয়ারি দিচ্ছি আমি। তারা না শোধরালে রাম নাম সত্য হ্যায় যাত্রা শুরু হবে।”
তারমধ্যেই লাভ জিহাদ ইস্যুতে বিজেপিকে আক্রমণ করেছেন ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা ভূপেশ বাঘেল। তাঁর প্রশ্ন, বিজেপি নেতারা দাবি করছেন বিয়ের জন্য ধর্ম পরিবর্তন করা লাভ জিহাদ। এর বিরুদ্ধে কড়া আইন আনার কথা বলছে তারা। তাহলে বিজেপি নেতাদের পরিবারের সদস্যদের অন্য ধর্মে বিয়েও কি লাভ জিহাদ? শনিবার সংবাদমাধ্যমের সামনে ভূপেশ বাঘেল বলেন, “অনেক বিজেপি নেতার পরিবারের সদস্যরাও অন্য ধর্মে বিয়ে করেছেন। আমি বিজেপি নেতাদের প্রশ্ন করতে চাই এই বিয়েগুলোও কি লাভ জিহাদের মধ্যে পড়বে?” এবার এই বিষয়ে সুর চড়াল শিবসেনাও।