
রেডকার্পেট কিংবা নিউ নরম্যাল: স্টাইল স্টেটমেন্টে স্বতন্ত্র মালাইকা
দ্য ওয়াল ব্যুরো: বয়স কেবল সংখ্যা মাত্র। এই সময়ে দাঁড়িয়ে সৌন্দর্যের সংজ্ঞার সঙ্গে বয়সের কোনো বিবাদ নেই। আর এই কথা প্রমাণ করে দেন মালাইকা আরোরা।
এই সময়ে বলিউডের অন্যতম গ্ল্যামারাস অভিনেত্রী মালাইকা। লকডাউন পরবর্তী নিউ নর্মাল সময়ে মালাইকাও নিজের গ্রসারি এবং পার্লারে যাওয়ার জন্যে বেরিয়ে ছিলেন। মালাইকা হলেন এই সময়ের এমন একজন তারকা যিনি সবসময় নিজের সৌন্দর্য ও পোশাক সম্পর্কে সচেতন থাকেন। শুধুমাত্র রেড কার্পেটেই না সর্বত্রই নিজেকে সুন্দর করে প্রকাশ করেন। এবারও মালাইকা তাঁর সাধারণ পোশাকেও সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন।

একই দিনে তিনি দু’বার বাইরে বের হন এবং চমক লাগিয়ে দেন দর্শকদের মনে। প্রথমবার মালাইকা নিওন গ্রিন রঙের স্লিভলেস ম্যাক্সিড্রেস পরে বাইরে বের হন। মালাইকার স্টাইলের মধ্যে রয়েছে নিজস্বতা। তাঁর চুল থেকে মুখের মেক আপ, চোখের আই শ্যাডো সবই অন্যদের তুলনায় আলাদা। হালকা চোখের মেকআপ এবং মুখে পোলকা ডট্ মাস্ক পরে দেখা যায় মালাইকাকে। চুল বাঁধার ক্ষেত্রেও মালাইকা যথেষ্ট স্টাইলিশ – মাথার মাঝখানে টেনে পনিটল বাঁধেন এবং তাঁর এই সাজকে সম্পূর্ণ করে ব্রাউন রঙের ‘টোটে’ ব্যাগ।
এর ঘন্টাখানেকের মধ্যে মালাইকা আবার বের হন সাদা – কালো রঙের চেকড্ প্রিন্টের মিনি ড্রেস পরে। এখানেও মালাইকার স্টাইল স্টেটমেন্টের মধ্যে ছিল অভিনবত্ব। ন্যুড মেকআপ, পায়ে ছিল ‘রিবক’ এর স্লাইড চটি এবং চুল ছিল উঁচু করে খোঁপা বাঁধা। আর সঙ্গে রয়েছে সাদা স্লিং ব্যাগ। সেইসঙ্গে নিউ নর্মালের নিয়ম মেনে মুখে মাস্ক যা ছাড়া মালাইকার এই সাজ কখনোই সম্পূর্ণ হয় না।