
দুবরাজপুরের বিজেপি কর্মীর রহস্য মৃত্যুর ঘটনায় গ্রেফতার দলেরই কর্মী
দ্য ওয়াল ব্যুরো: তৃতীয় দফায় যখন তিন জেলায় ভোট চলছিল মঙ্গলবার, সেই সময়েই তেতে উঠেছিল বীরভূমের দুবরাজপুর। সেই বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পুলিশ গ্রেফতার করল বিজেপিরই স্থানীয় বুথ সভাপতি দুলাল ডোমকে।
বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় অগ্নিগর্ভ হয়ে ওঠে দুবরাজপুর বিধানসভার লোবা গ্রাম পঞ্চায়েতের ফকিরবেরা গ্রাম। বিজেপি নেতৃত্বের অভিযোগ ছিল, খুন করা হয়েছে তাঁদের কর্মীকে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনার সঙ্গে জড়িত। যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে তৃণমূল।
দুবরাজপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করতে গেলে বিজেপি কর্মীরা বাধা দেয়। পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ গুলি চালায় বলে অভিযোগ বিজেপির। যদিও পুলিশের পক্ষ থেকে গুলি চালানোর অভিযোগ অস্বীকার করা হয়েছে।
বিজেপির বুথ কর্মী পতিহার ডোমের (৩৭) মৃতদেহ উদ্ধার হয়। সকালে বাড়ি থেকে কিছুটা দুরে পুকুরের ধারে তাঁর মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে দুবরাজপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। বিজেপি নেতৃত্বের দাবি, পুলিশ কাউকে না জানিয়ে সবার অলক্ষ্যে মৃতদেহ সরিয়ে নিয়ে আসার চেষ্টা করছিল। তখন বিজেপি কর্মীরা তাদের বাধা দেয়। তুমুল বিক্ষোভ শুরু হয় গোটা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে মৃত পতিরাম অনেকদিন ধরেই বিজেপি করেন। ধৃত দুলাল সম্প্রতি যোগ দিয়েছিলেন গেরুয়া শিবিরে। ফলে আদি-নব্য দ্বন্দ্ব ছিল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।