
দ্য ওয়াল ব্যুরো: এক বছর ২৩-এর মহিলা কনস্টেবলকে বিয়ের প্রস্তাব দিয়েছিল যুবক। কিন্তু নাকচ করে দিয়েছিলেন ওই কনস্টেবল। শেষমেশ ভয়াবহ ঘটনা ঘটল মধ্যপ্রদেশে। বদলা নিতে মহিলা কনস্টেবলকে গুলি করল যুবক। তারপর ওই বন্দুক দিয়েই নিজের বুকে গুলি করে তরুণ। আশঙ্কাজনক অবস্থায় দুজনকেই বারওয়ানি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সন্ধেবেলা এই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের ধর জেলায়। ঘটনাটি ঘটেছে গদকপুর নামের একটি জায়গায়। জানা গিয়েছে তরুণী কনস্টেবল একটি বিয়েবাড়িতে নেমন্তন্ন যাচ্ছিলেন। সেই সময়েই ধাওয়া করে তাঁর উপর হামলা চালায় করণ ঠাকুর নামের ওই যুবক। গলায় গুলি লাগে ওই মহিলা কনস্টেবলের। এরপরই হাতে থাকা বন্দুক দিয়ে নিজের বুকে গুলি করে যুবক।
পুলিশ কর্তা তিলক সিং বলেন, চলন্ত গাড়িতে থাকার সময়েই কনস্টেবলকে তাক করে গুলি চালায় যুবক। গাড়ির কাচ তোলা থাকা অবস্থায় গুলিবিদ্ধ হন তরুণী। রাজগড়ে পোস্টিং ছিলেন তিনি।ঘনিষ্ঠ আত্মীয়ের বিয়ের জন্য ছুটিতে গিয়েছিলেন।
মধ্যপ্রদেশ পুলিশের ডিআইজি বলেছেন, তরুণী কনস্টেলের অস্ত্রোপচার হয়েছে। তারপর তিনি জবানবন্দিতে জানিয়েছেন, ওই যুবক দীর্ঘদিন ধরে তাঁকে উত্যক্ত করছিল। বার বার বিয়ের প্রস্তাব দিয়েও রাজি না হওয়ায় এদিন এই ঘটনা ঘটিয়েছে। ইতিমধ্যেই অভিযুক্ত যুবকের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।