
দ্য ওয়াল ব্যুরো : ২৭৯ বনাম ২১৪। আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ইলেকটোরাল কলেজের ২১৮ টি ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী জো বাইডেন পেয়েছেন ২৭৯ টি। কিন্তু হার স্বীকার করতে রাজি নন ট্রাম্প। আগামী সপ্তাহেই তিনি নির্বাচনে জালিয়াতির অভিযোগে কয়েকটি মামলা করতে চলেছেন। একটি সূত্রে খবর, তিনি যাতে পরাজয় স্বীকার করে নেন, সেজন্য তাঁকে বোঝাচ্ছেন তাঁর ঘনিষ্ঠদের অনেকে। তাঁদের মধ্যে আছেন তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প।
মেলানিয়া প্রকাশ্যে নির্বাচন নিয়ে কিছু বলেননি। কিন্তু একটি সূত্রে খবর, তিনি প্রায়ই ট্রাম্পকে নানা বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন। এখন তিনি ট্রাম্পকে বোঝাচ্ছেন তিনি যাতে পরাজয় স্বীকার করেন। এর আগে ট্রাম্পের জামাই তথা রাজনৈতিক উপদেষ্টা জারেদ কুশনারও অনুরোধ করেন, প্রেসিডেন্ট যেন মেনে নেন যে তিনি হেরে গিয়েছেন।
বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট এক বিবৃতিতে বলেন, বাইডেন তাড়াহুড়ো করে নিজেকে বিজয়ী ঘোষণা করছেন। ভোটপ্রক্রিয়া শেষ হতে এখনও অনেক বাকি।
রবিবার সকালে ট্রাম্প ওয়াশিংটনের কাছে গলফ খেলেন। তারপর টুইটারে লেখেন, কে পরবর্তী প্রেসিডেন্ট হবেন, তা কি মিডিয়া ঠিক করে দেবে? তাঁর আইনজীবী রুডি গিউলিয়ানি বলেন, “ভোটে যে জালিয়াতি হয়েছিল, তার যথেষ্ট প্রমাণ আছে আমাদের হাতে।” কিন্তু প্রাক্তন প্রেসিডেন্ট জর্জ ডব্লু বুশ বলেন, “ফলাফল নিয়ে সন্দেহের কারণ নেই।” পরে তিনি বলেন, সদ্য প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া বাইডেনকে অভিনন্দন জানাতে চান।
বুশ এক বিবৃতিতে বলেন, “আমেরিকার মানুষ বিশ্বাস করতে পারেন, নির্বাচন প্রক্রিয়া ছিল যথাযথ। নিজেদের পরিবার, প্রতিবেশী এবং সামগ্রিকভাবে জাতির কথা চিন্তা করে আমাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত।” বাইডেন যে নতুন ওয়েবসাইট চালু করেছেন, তাতে বলা হয়েছে, প্রেসিডেন্ট হওয়ার পরে তিনি চারটি বিষয়ের ওপরে জোর দেবেন। সেগুলি হল, কোভিড ১৯, আর্থিক পুনরুজ্জীবন, বর্ণবৈষম্য দূর করা ও পরিবেশ দূষণ রোধ করা।
আগামী ২০ জানুয়ারি শপথ নেবেন বাইডেন। তিনি বলেছেন, “প্রথম দিন থেকেই চারটি চ্যালেঞ্জের মোকাবিলা করবে আমার টিম।”
বাইডেন ঘোষণা করেছেন, করোনাভাইরাস রোধে সোমবারই এক টাস্ক ফোর্স ঘোষণা করবেন। আমেরিকায় অতিমহামারীতে মারা গিয়েছেন ২ লক্ষ ৩৭ হাজার মানুষ। একইসঙ্গে বাইডেন জানিয়েছেন, তিনি প্যারিস জলবায়ু চুক্তিতে স্বাক্ষর করবেন। কয়েকটি মুসলিম প্রধান দেশ থেকে নাগরিকদের আমেরিকায় আসা নিষিদ্ধ করেছিলেন ট্রাম্প। সেই নিষেধাজ্ঞাও এবার প্রত্যাহার করা হবে।