
মাঝ রাস্তাতে বসে পড়লেন মিমি চক্রবর্তী! এমনই দৃশ্য দেখা গেল লাটাগুড়ির রাজপথে
দ্য ওয়াল ব্যুরো : পাহাড়ের কোলে জন্মেছেন মিমি। বলা ভাল প্রকৃতির আঁচলেই বড় হয়ে ওঠা মিমি চক্রবর্তীর। জলপাইগুড়ির মেয়ে মিমি, আজ সকলের প্রিয় অভিনেত্রী। টলিউডের প্রথম সারির নায়িকা। রাজনীতির ময়দানেও মিমির নাম সকলেই জানেন এখন।
টেলিভিশনে ‘গানের ওপারে’ ধারাবাহিক দিয়ে মিমি রূপালি পর্দাতে জীবনের যাত্রা শুরু করেছিলেন। আজ তিনি ইন্ডাস্ট্রির অন্যতম সেরা নায়িকা। ‘পুপে’র চরিত্র দিয়ে পথ হাঁটা শুরু করে আজ তিনি ‘ড্রাকুলার স্যারে’র ‘মঞ্জরী’। সাংসদ অভিনেত্রী মিমি মন জিতে নিয়েছেন সকলের। নেটিজেনদের ভালবাসা যেন একটু বেশি বেশিই ঝরে পড়ে তাঁর ওপর।
দীপাবলিতে বাজি না ফাটিয়ে পরিবেশকে দূষণমুক্ত রাখার অনুরোধ জানিয়েছিলেন তিনি, ফ্যানেরা অনেকেই মেনেও নেন তাঁর সেই ভালবাসা ভরা অনুরোধ। মাস্ক পরে প্যান্ডেলে এবং দর্শকদের শুভেচ্ছা জানাতেও ভোলেননি নায়িকা।
কিন্তু এবার তিনি সকলকে চমকে দিয়ে বসে গেলেন মাঝরাস্তাতেই! আসলে মিমি এখন আছেন হোমটাউনে। বলাই বাহুল্য, বাড়ির মেয়ে বাড়িতে ফেরার মতো একটা ব্যাপার চলছে এখন তাঁকে ঘিরে। লাটাগুড়ির রাজপথে ফাঁকা রাস্তাতেই তাই বসে পড়েছেন মিমি। চুটিয়ে মজা নিচ্ছেন প্রকৃতির।
মূর্তি নদী এবং লাটাগুড়ির প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে মিমি যেন একঝটকাতে ফিরে গেছে নিজের ছোটবেলাতে। খোলাচুল, হালকা বেগুনি রঙের ঢিলা গেঞ্জি, প্রিন্টেড প্যান্ট, সাদা স্নিকার, চোখে কালো রোদচশমা আর কালো বেল্টের ঘড়িতেই ফ্যানেদের হৃদয়ের ধুকপুকানি বাড়াচ্ছেন মিমি। কয়েক মুহূর্তেই সেই ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়াতে। ‘মাদার নেচার’ ক্যাপশনের সেই ছবি মন জিতে নিয়েছে সকলেরই।