
পায়েল-শ্রাবন্তীর সমর্থনে মিঠুনের রোড শোয়ের অনুমতি মিলল না, তুলকালাম বেহালায়
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার বেহালায় রোড শো করার কথা ছিল মিঠুন চক্রবর্তীর। বেহালা পূর্বের প্রার্থী পায়েল সরকার ও পশ্চিমের প্রার্থী শ্রাবন্তীর সমর্থনে এই রোড শো করার কথা ছিল মহাগুরুর। কিন্তু শেষ মুহূর্তে সেই কর্মসূচিতে অনুমোদন না মেলায় তুলকালাম কাণ্ড বাঁধল বেহালায়।
পর্ণশ্রী থানার সামনে বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মীরা। সেই বিক্ষোভ সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে। গেরুয়া শিবিরের অভিযোগ, ইচ্ছে করে প্রশাসন এই রোড শো আটকে দিয়েছে। যদিও তৃণমূলের বক্তব্য, বিজেপি না জেনে কথা বলছে। এবারের ভোটে সমস্ত কর্মসূচির অনুমতি সুবিধা অ্যাপের মাধ্যমে নিতে হচ্ছে। তা নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণাধীন। এখানে প্রশাসনের কোনও ভূমিকা নেই।
পাল্টা বিজেপির বক্তব্য, নিয়ম মেনেই তিন দিন আগে মিঠুন চক্রবর্তীর রোড শোয়ের জন্য সুবিধা অ্যাপে আবেদন জানানো হয়েছিল। কর্মসূচির দিন সকালে পুলিশ ফোন করে জানাচ্ছে, অন্য রাজনৈতিক দলের কর্মসূচি রয়েছে তাই এই রোড শোয়ে অনুমতি দেওয়া যাবে না।
শ্রাবন্তী বলেন, “আমায় মিঠুনদা ফোন করে বললেন, তোর ওখানে যাব বলে রেডি হয়ে বসে আছি কিন্তু অনুমতি দিচ্ছে না কেন?” পার্থ চট্টোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী আরও বলেন, “এত ভয় পাচ্ছে বিজেপিকে? কেন এত ভয়? একটা রোড শোতেই এত ভয় পাচ্ছে শাসক দল? এটা কাদের নির্দেশে হয়েছে তা তো বোঝাই যাচ্ছে। হেরে যাওয়ার ভয়ে এসব করছে তৃণমূল।”