
দ্য ওয়াল ব্যুরো: আজ নেতাজির জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্যে এলেও প্রাথমিক ভাবে নেতাজি ভবনে যাওয়ার কথা ছিল না তাঁর। শেষমেশ বদলে গেল পরিকল্পনা। শেষ মুহূর্তে ফোন এল পিএমও থেকে। জানানো হল, বেলা তিনটে ২৫ মিনিট নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতাজি ভবনে যাবেন। এর পরেই সেখান থেকে বেরিয়ে ন্যাশনাল লাইব্রেরিতে পৌঁছে যান প্রধানমন্ত্রী। সেখানে একটি অনুষ্ঠানেও যোগ দেন তিনি।
প্রধানমন্ত্রীর সফর নিয়ে অবশ্য আজকের দিনেও ঘনিয়েছে কেন্দ্র-রাজ্য সংঘাত। মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় মোদীকে সরাসরি নিশানা করে বলেছিলেন, নেতাজিকে ভোটের জন্য় ব্য়বহার করতে চাইছে বিজেপি।
সে যাই হোক, এদিন বেলা ৩ টে নাগাদ কলকাতা বিমান বন্দরে পা রাখেন প্রধানমন্ত্রী। সেখান থেকে হেলিকপ্টারে করে প্রথমে রেস কোর্সে আসেন তিনি। সেখান থেকেই পরিকল্পনা বদলে নেতাজি ভবনে পৌঁছে যান মোদী। নেতাজি ভবন ঘুরে দেখেন ভাল করে। নেতাজির স্মৃতি বিজড়িত সমস্ত জায়গা পর্যবেক্ষণ করেন তিনি।
His bravery and ideals inspire every Indian. His contribution to India is indelible.
India bows to the great Netaji Subhas Chandra Bose.
PM @narendramodi began his Kolkata visit and #ParakramDivas programmes by paying homage to Netaji Bose at Netaji Bhawan. pic.twitter.com/2DG49aB4vW
— PMO India (@PMOIndia) January 23, 2021

এর পরেই ন্যাশনাল লাইব্রেরিতে পৌঁছে যান নরেন্দ্র মোদী। সেখানে ১৫ মিনিট ছিলেন তিনি। এর পরে তাঁর যাওয়ার কথা ভিক্টোরিয়ায়। সেখানে একটি প্রদর্শনীর উদ্বোধন করার পরে সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে তাঁর ভাষণ।