
দ্য ওয়াল ব্যুরো: অবশেষে লখনউয়ের সরকারি বাংলো খালি করে দিলেন সমাজবাদী পার্টির নেতা মুলায়ম সিং যাদব ও তাঁর ছেলে অখিলেশ যাদব। দুজনেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে ওই দু’টি সরকারি বাসভবন পেয়েছিলেন।
কিছুদিন আগে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, উত্তরপ্রদেশের সব প্রাক্তন মুখ্যমন্ত্রীকে অবিলম্বে তাঁদের সরকারি বাসভবন ছেড়ে দিতে হবে। তখন মুলায়ম ও অখিলেশ সুপ্রিম কোর্টে আবেদন করেন তাঁদের দুবছর সময় দেওয়া হোক। এমনকী অখিলেশ কয়েকদিন আগেই সাংবাদিকদের চ্যালেঞ্জ করেছিলেন, আপনারা আমাকে উপযুক্ত বাড়ি খুঁজে দিন। কিন্তু তার পরে বৃহস্পতিবার বিকালে শোনা যায়, দু’জনেই বাংলো ছেড়ে দিচ্ছেন।