
দ্য ওয়াল ব্যুরো: হিন্দু প্রতিবেশীর মৃতদেহ সৎকারে হাত লাগালেন মুসলিম সম্প্রদায়ের প্রতিবেশীরা। বৃহস্পতিবার সকালে উলুবেড়িয়া পুরসভার ২৫ নং ওয়ার্ডের সম্প্রীতির নজির গড়ল রাজ্যে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ৬১ বছরের রঘুনাথ কুমার। হঠাৎই খবর ছড়িয়ে পড়ে করোনায় মারা গেছেন তিনি। ফলে আত্মীয়স্বজনর আসেননি। পরিবারের সদস্যরাও হাত লাগাতে চাননি। সমস্যায় পড়েন রঘুনাথবাবুর স্ত্রী।
এমনই সময়ে এগিয়ে আসেন প্রতিবেশী যুবক শেখ পিয়ার আলি। তিনিই সঙ্গে ডেকে নেন আশপাশের সঙ্গীসাথীদের। তার পরে তাঁরা নিজেরাই উদ্যোগ নিয়ে রঘুনাথ বাবুর মৃতদেহ উলুবেড়িয়ার উত্তর জগদীশপুর শতমুখী শশ্মানে নিয়ে গিয়ে দেহ সৎকারের ব্যবস্থা করেন। বিপদের দিন প্রতিবেশীদের এই সহায়তার কাছে কৃতজ্ঞ রঘুনাথবাবুর স্ত্রী।
শেখ পিয়ার আলি অবশ্য জানান, কোনও আত্মীয় মারা গেলে সকলে যে কাজটা করেন, তিনিও সেটাই করেছেন।