
দ্য ওয়াল ব্যুরো: বাড়তে থাকা কোভিড সংক্রমণ রুখতে রুখতে মঙ্গলবার ফের কড়া লকডাউনের পথে হাঁটার ঘোষণা করেছে রাজ্য সরকার। নবান্নের তরফে রাজ্যের সব জেলাগুলিকে নির্দেশিকা পাঠিয়ে বলা হয়েছে, আজ, বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে কন্টেনমেন্ট জোনে কড়া লকডাউন কার্যকর করতে হবে।
নবান্নের নির্দেশিকায় বলা হয়েছে, কন্টেনমেন্ট জোনে সমস্ত সরকারি ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি নয় এমন যে কোনও পরিষেবা বন্ধ থাকবে সংশ্লিষ্ট অঞ্চলে। তাছাড়া যে কোনও ধরনের জমায়েতে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শিল্প, ব্যবসা, মার্কেট বন্ধ থাকবে। কন্টেনমেন্ট জোনে যে কোনও ধরনের পরিবহণেও নিষেধাজ্ঞা জারি করেছে নবান্ন। কন্টেনমেন্ট জোনের কেউ সরকারি বা বেসরকারি অফিসে কাজ করতে যেতে পারবেন না। তাঁদের যা দরকার স্থানীয় প্রশাসন তা বাড়িতে পৌঁছে দেবে।
নদিয়া ও মুর্শিদাবাদে একটা সময়ে সংক্রমণ অতি মাত্রায় বাড়লেও গত কয়েক সপ্তাহ ধরে তা নিয়ন্ত্রণে রয়েছে। পরিযায়ী শ্রমিকদের ফেরার শুরুর দিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছিল হাজারদুয়ারির জেলার সংক্রমণ। কিন্তু এখন তা অনেকটাই নিয়ন্ত্রণে।
দেখে নিন এই দুই জেলার কনটেনমেন্ট জোন কোনগুলি।