দ্য ওয়াল ব্যুরো: বাড়তে থাকা কোভিড সংক্রমণ রুখতে রুখতে মঙ্গলবার ফের কড়া লকডাউনের পথে হাঁটার ঘোষণা করেছে রাজ্য সরকার। নবান্নের তরফে রাজ্যের সব জেলাগুলিকে নির্দেশিকা পাঠিয়ে বলা হয়েছে, ৯ জুলাই বিকেল পাঁচটা থেকে কন্টেনমেন্ট জোনে কড়া লকডাউন কার্যকর করতে হবে।
নবান্নের নির্দেশিকায় বলা হয়েছে, কন্টেইনমেন্ট জোনে সমস্ত সরকারি ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি নয় এমন যে কোনও পরিষেবা বন্ধ থাকবে সংশ্লিষ্ট অঞ্চলে। তাছাড়া যে কোনও ধরনের জমায়েতে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শিল্প, ব্যবসা, মার্কেট বন্ধ থাকবে ৯ জুলাই বিকেল পাঁচটা থেকে। কন্টেনমেন্ট জোনে যে কোনও ধরনের পরিবহণেও নিষেধাজ্ঞা জারি করেছে নবান্ন। কন্টেনমেন্ট জোনের কেউ সরকারি বা বেসরকারি অফিসে কাজ করতে যেতে পারবেন না। তাঁদের যা দরকার স্থানীয় প্রশাসন তা বাড়িতে পৌঁছে দেবে।
নদিয়া ও মুর্শিদাবাদে একটা সময়ে সংক্রমণ অতি মাত্রায় বাড়লেও গত কয়েক সপ্তাহ ধরে তা নিয়ন্ত্রণে রয়েছে। মঙ্গলবারের বুলেটিন বলছে, মুর্শিদাবাদে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১১ জন এবং নদিয়ায় ২১ জন। পরিযায়ী শ্রমিকদের ফেরার শুরুর দিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছিল হাজারদুয়ারির জেলার সংক্রমণ। কিন্তু এখন তা অনেকটাই নিয়ন্ত্রণে। এই মুহূর্তে মুর্শিদাবাদে ৭২ জনের শরীরে কোভিড সক্রিয় রয়েছে, নদিয়ায় ৭৪ জনের শরীরে। সুস্থ হয়ে উঠেছেন প্রায় ৯০ শতাংশ।
যদিও এদিন রাত পর্যন্ত মুর্শিদাবাদ জেলা প্রশাসন কন্টেনমেন্ট জোনের তালিকা প্রকাশ করেনি। প্রকাশিত হলে তা এই প্রতিবেদনে আপডেট করা হবে। এদিন পর্যন্ত নদিয়ার মোট কন্টেনমেন্ট জোন সংখ্যা ২১টি।
দেখে নিন নদিয়ার কন্টেনমেন্ট জোন কোনগুলি: