তানজানিয়ার ন্যাশনাল পার্ক, দিনের শেষে কেউ পেট ভরিয়ে ঘুমায়, কেউ পড়ে থাকে হাড় হয়ে
পূর্ব আফ্রিকার অন্যতম সুন্দর দেশ হল তানজানিয়া। এই দেশেই আছে আফ্রিকার উচ্চতম শৃঙ্গ মাউন্ট কিলিমাঞ্জারো (১৯৩৪১ ফুট) এবং সমুদ্রতলের চেয়ে নীচে থাকা লেক 'টাঙ্গানাইকা'।
দ্য ওয়াল ব্যুরো: পূর্ব আফ্রিকার অন্যতম সুন্দর দেশ হল তানজানিয়া। এই দেশেই আছে আফ্রিকার উচ্চতম শৃঙ্গ মাউন্ট কিলিমাঞ্জারো (১৯৩৪১ ফুট) এবং সমুদ্রতলের চেয়ে নীচে থাকা লেক ‘টাঙ্গানাইকা’। তানজানিয়া উচ্চভূমিগুলিতে শীত গ্রীষ্মে তাপমাত্রা ১০-২০ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে ঘোরা ফেরা করে। বাকি দেশের গড় তাপমাত্রা থাকে ২০-৩১ ডিগ্রির মধ্যে।
৯৪৭৩০৩ বর্গ কিলোমিটার আয়তনের তানজানিয়ায় আছে ১৬ টি জাতীয় উদ্যান। এদের মধ্যে বিখ্যাত জাতীয় উদ্যানগুলির নাম হল, সেরেঙ্গেটি ন্যাশনাল পার্ক, গোরাংগোরো কনজারভেশন ক্রেটার ন্যাশনাল পার্ক, লেক মানাইয়ারা ন্যাশনাল পার্ক, মাহালে মাউন্টেন ন্যাশনাল পার্ক, তারাংগিরে ন্যাশনাল পার্ক, রুয়াহা ন্যাশনাল পার্ক, মিকুমি ন্যাশন্যাল পার্ক ইত্যাদি। প্রত্যেকটি ন্যাশনাল পার্কে পর্যটকেরা খুব কাছ থেকে দেখতে পান সেই সমস্ত জীবজন্তুদের, যাদের তাঁরা চিড়িয়াখানায় বন্দি দেখে অভ্যস্ত। ‘দ্য ওয়ালে” আমরা আজ দেখব তানজানিয়ার বিভিন্ন ন্যাশনাল পার্কের কিছু অসামান্য দৃশ্য।












চিত্র কৃতজ্ঞতা: Tanzania National Parks (@tzparks)