
বাড়তি ছুটি থেকে পুলিশি ব্যবস্থা, জেনে নিন রাজ্যের নতুন ছয় ঘোষণা

রাজ্যে ইতিমধ্যেই করোনা অক্রান্ত দু’জন। আর দু’জন তরুণই সম্প্রতি লন্ডন থেকে এসেছেন। এই পরিস্থিতি এবার থেকে বিদেশফেরত সকলকেই বাধ্যতামূলক ভাবে ১৪ দিনের জন্য কোয়রান্টিনে যেতে হবে বলে জানাল রাজ্য।