
দ্য ওয়াল ব্যুরো: গত কয়েকদিন ধরে বাংলায়কোভিড সংক্রমণ ছিল দুহাজার ছুঁইছুঁই। মঙ্গলবারের বুলেটিন বলছে গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন দুহাজার ৫৮ জন। সেরে উঠেছেন ৭২২ জন। একদিনে মৃত্যু হয়েছে সাত জনের। ফলে ১৩ হাজার পেরিয়ে গেল রাজ্যের করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা।
বাংলায় নতুন করে যাঁরা কোভিডে আক্রান্ত হয়েছেন, তাঁদের মধ্যে কলকাতায় ৫৮২ জন ও উত্তর ২৪ পরগনায় ৪৭২ জন। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫,৯৭,৬৩৪।
কোভিড রুখতে তৎপর কেন্দ্রীয় সরকারও। আগামী ৮ এপ্রিল, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছ’টায় সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রের তরফে বলা হয়েছে, যে যে রাজ্যে ভোট রয়েছে সেই রাজ্যের মুখ্যসচিব ওই বৈঠকে প্রতিনিধিত্ব করবেন। সূত্রের খবর, ওই বৈঠক থেকে রাজ্যগুলির উদ্দেশে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করার নির্দেশ দিতে পারে কেন্দ্রীয় সরকার।
সোমবার রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপম নিগম-সহ স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর সেই বৈঠকে বেশ কয়েকটি নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিকে সাত দিনের মধ্যে কোভিড ছিকিৎসার জন্য বেড বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। টিকাকরণের বিষয়েও জোর দিয়েছেন মুখ্যসচিব।