
দ্য ওয়াল ব্যুরো: প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর শেষকৃত্যের জন্য রাজধানী দিল্লির ২৫টি গুরুত্বপূর্ন রাস্তা বন্ধ থাকবে শুক্রবার। কোন কোন রাস্তায় এ দিন যান চলাচল হবে না, বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে দিল্লি ট্রাফিক।
গত ১১জুন থেকে এইমস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বর্ষীয়ান এই রাজনীতিক। শেষ কয়েক ঘণ্টা তাঁকে রাখা হয় লাইফ সাপোর্টে। চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে বৃহস্পতিবার বিকেল পাঁচটা পাঁচ মিনিটে জীবনাবসান হয় বাজপেয়ীর।
গতকালই কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছিল ১৬-২২ অগস্ট এই সাতদিন বাজপেয়ীর মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন করা হবে। দিল্লি ট্রাফিকের বিজ্ঞপ্তি অনুযায়ী অশোকা রোড, আকবর রোড, কৃষ্ণ মেমন মার্গ, জনপথ, শাহজাহান রোড, তিলক মার্গের মতো রাজধানীর ২৫টি রাস্তার কোনওটি পুরো কোনওটি আংশিক বন্ধ রাখা হবে।