
অতীন-দেবাশিসের কি প্রমোশন হবে, কৌতূহলী অপেক্ষায় উত্তর-দক্ষিণ কলকাতা
দ্য ওয়াল ব্যুরো: পুর রাজনীতিতে তাঁরা পোড় খাওয়া। এসএন ব্যানার্জী রোডের লাল বাড়ির সবক’টা ইঁট তাঁদের চেনা। সেই দুই তৃণমূল নেতা তথা দীর্ঘদিনের কাউন্সিলর অতীন ঘোষ এবং দেবাশিস কুমারের কি প্রমোশন হবে একুশের ভোটে?
তৃণমূলের মধ্যে জল্পনা, উত্তর কলকাতার একটি আসন থেকে প্রার্থী করা হতে পারে প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষকে। কাশীপুর-বেলগাছিয়া থেকে তাঁকে টিকিট দিতে পারেন দিদি। আর দেবাশিস কুমার প্রার্থী হতে পারেন দক্ষিণ কলকাতার রাসবিহারী বা অন্য কোনও আসন থেকে।
শোনা যায়, শোভন চট্টোপাধ্যায় মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ার পর দেবাশিস এবং অতীন ঘোষ দু’জনেই ভেবেছিলেন তাঁদের মেয়র পদে বসানো হবে। কিন্তু দিদি ববি হাকিমকে মেয়র করায় দুই নেতার মধ্যেই অভিমান হয়েছিল বলে অনেকে বলেন। তা ছাড়া শুভেন্দু অধিকারী যখন দল ছাড়েননি, যখন টানাপোড়েন চলছে তখন অতীন ঘোষ ক্ষোভের জ্বালামুখ খুলে দিয়ে বলেছিলেন, শুভেন্দু অত্যন্ত জনপ্রিয় নেতা। পেশাদার ভোট কুশলী নিয়োগ নিয়েও ক্ষোভ উগরে দিয়েছিলেন উত্তর কলকাতার এই নেতাটি।
দেবাশিস কুমারও নিজের এলাকায় জনপ্রিয়। দিদি যখন টিকিট দেননি তখনও নির্দল হয়ে ভোটে জিতে দেখিয়ে দিয়েছিলেন। এতটাই জনভিত্তি রয়েছে তাঁর। ত্রিধারা সম্মিলনীর পুজোর অন্যতম কর্ণধার তিনি। রাজনীতির বাইরে সামাজিক ভাবেও সারা বছর নানান কর্মকাণ্ডে দেখা যায় দেবাশিস কুমারকে।
দীর্ঘদিন ধরে পুর রাজনীতিতে সাফল্য পেলেও বিধানসভায় টিকিট পাননি তাঁরা। ২০১৬ সালে একবার শোনা গিয়েছিল, জোড়াসাঁকোতে প্রার্থী করা হতে পারে অতীনকে। কিন্তু তা হয়নি। ওই কেন্দ্রে দিদি প্রার্থী করেছিলেন স্মিতা বক্সিকেই। এবার মালা সাহার পরিবর্তে কাশীপুর-বেলগাছিয়ায় অতীন ঘোষকে প্রার্থী করা হতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে। একুশের ভোট অনেক কিছুর সাক্ষী হতে চলেছে। ঐতিহাসিক ভোটে দেবাশিস-অতীনদের প্রমোশন হয় কিনা এখন সেই অপেক্ষাতেই টালা থেকে টালিগঞ্জ!