
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে ভয়াবহ নৌকা দুর্ঘটনা। রাজধানী ঢাকার কাছে নৌকাডুবি হয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ৩২ জনের। জানা গিয়েছে, উল্টো দিক থেকে আসা একটি ভেসেলে ধাক্কা খেয়ে উল্টে যায় বোটটি। বাংলাদেশের জলপুলিশ, নৌবিভাগ, দমকল বিভাগ, ইনল্যান্ড ওয়াটার অথরিটি একজোট হয়ে উদ্ধারকাজে হাত লাগিয়েছে।
অনুমান প্রায় দেড়শ জন যাত্রী ছিলেন লঞ্চে। উদ্ধারকারী দলের সদস্যরা জানিয়েছেন, এখনও পর্যন্ত ৩২ জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। অসংখ্য যাত্রী এখনও নিখোঁজ রয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের জন্য ডুবুরি নামিয়ে খোঁজ চলছে। এখনও পর্যন্ত যে ৩২ জনের দেহ উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে দু’জন শিশু রয়েছে। বাংলাদেশের দমকল বিভাগের কন্ট্রোল রুম অফিসার রোজিনা ইসলাম জানিয়েছেন সোমবার সকাল সাড়ে ৯টা নাগাদ ঢাকার শ্যামবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
বাংলাদেশ নৌ পরিবহণ মন্ত্রক ও সদরঘাট জেটি কর্তৃপক্ষ সূত্রে খবর, সোমবার সকালে ঢাকার কাছে বুড়িগঙ্গা নদীতে এই দুর্ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, ঢাকার কেরানীগঞ্জের লালকুঠি ঘাট থেকে মুন্সিগঞ্জের দিকে যাচ্ছিল একটি লঞ্চ। সেই সময় মুন্সিগঞ্জের দিক থেকে আসছিল আর একটি লঞ্চ। মুখোমুখি এই দুই লঞ্চের ধাক্কা লাগে। ডুবে যায় মুন্সিগঞ্জগামী লঞ্চটি। সে সময় সাঁতরে অনেকেই পাড়ে উঠে পড়েন। তবে বাকিরা তলিয়ে যান জলে।
উদ্ধারকারী দলের তরফে জানানো হয়েছে, ডুবে যাওয়া লঞ্চটির নাম মর্নিং বার্ড। এটি আয়তনে অন্য লঞ্চটির তুলনায় ছোট। সোমবার সকালে স্থানীয় সময় সাড়ে ৭টা নাগাদ মুন্সিগঞ্জগামী ময়ূর-২ নামে আর একটি লঞ্চের সঙ্গে ধাক্কা লেগে এটি ডুবে যায়। সূত্রের খবর,ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধার করার জন্য উদ্ধারকারী জাহাজ হামজা নারায়ণগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে।