
দ্য ওয়াল ব্যুরো: ভারতে শুরু হয়েছে টিকাকরণ। কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের টিকা দেওয়া হচ্ছে স্বাস্থ্যকর্মীদের। এবার বাংলাদেশকেও টিকা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। ২০ জানুয়ারি কোভিশিল্ডের ২০ লাখ ডোজ উপহার হিসেবে বাংলাদেশে পাঠাবে ভারত।
ঢাকা ট্রিবিউন সূত্রে খবর, ভারতীয় হাই কমিশনের তরফে বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রককে একটি চিঠি লিখে জানানো হয়েছে, ভারত থেকে সেরাম ইন্সটিটিউটের তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রজেনেকা ভ্যাকসিন ২০ জানুয়ারি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে। মন্ত্রকের অধীনস্থ হেলথ সার্ভিসেস ডিভিশনের তরফে ড্রাগ রেগুলেটর ডিরেক্টরেট জেনারেল অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বা ডিজিডিএকে নির্দেশ দেওয়া হয়েছে ভ্যাকসিন সংরক্ষণের দিকে নজর দিতে।
ঢাকা ট্রিবিউন আরও জানিয়েছে, ডিজিএইচএস সুবিধার মধ্যে রাখা হবে এই ভ্যাকসিন। এর মধ্যেই বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন, ভ্যাকসিন রাখার জন্য অতিরিক্ত জায়গা ইউনাইটেড নেশন্স চিলড্রেন ফান্ড বা ইউনিসেফের তরফে দেওয়া হবে।
৮ জানুয়ারি ভারত থেকে কোভিশিল্ডের ৩ কোটি ডোজ নেওয়ার কথা জানায় বাংলাদেশ। ডিরেক্টরেট জেনারেল অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বা ডিজিডিএ বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে ভ্যাকসিন আমদানি ও বন্টনের দায়িত্ব দিয়েছে। প্রথম ছয় মাসে প্রতি মাসে ভারত থেকে ৫০ লাখ ডোজ নেবে বেক্সিমকো, এমনটাই জানিয়েছে ঢাকা ট্রিবিউন।

বাংলাদেশ সরকার ও সেরাম ইন্সটিটিউটের মধ্যে নভেম্বর মাসে বেক্সিমকো ফার্মার মাধ্যমে ৩ কোটি কোভিশিল্ডের ডোজের চুক্তি হয়েছিল। গত বছর বাংলাদেশে গিয়েছিলেন ভারতের স্বাস্থ্য সচিব হর্ষ বর্ধন শৃংলা। সেখানে বাংলাদেশ জানায়, ভারতের থেকে ভ্যাকসিন নিতে আগ্রহী তারা। তারপরেই এই চুক্তি হয়।