
দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় কালীপুজোর উদ্বোধনে যোগ দিয়েছিলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান। তারপরেই বাংলাদেশের সংখ্যালঘু মৌলবাদীদের কাছে হুমকি পান তিনি। তাঁকে খুনের হুমকি দেওয়া হয়। তড়িঘড়ি সোশ্যাল মিডিয়ায় ক্ষমাও চেয়ে নেন শাকিব। অবশ্য অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু তারপরেও কোনও ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। তাই শাকিবের জন্য এবার একজন দেহরক্ষী মোতায়েন করা হয়েছে বলে খবর।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিফ এগজিকিউটিভ নিজামুদ্দিন চৌধুরী বলেন, “এই হুমকি চিন্তার বিষয়। আমরা সঙ্গে সঙ্গে নিরাপত্তা সংস্থাগুলিকে ব্যবস্থা নিতে বলেছি। তারা যথাযথ ব্যবস্থা নিচ্ছে।” এর বাইরে অবশ্য কিছু বলতে চাননি তিনি।
প্রশাসনের তরফে কিছু না বলা হলেও বুধবার ঢাকাতে অনুশীলনে শাকিবের সঙ্গে একজন দেহরক্ষীকে দেখা যায়। তাঁর হাতে অস্ত্র ছিল। এর থেকেই বোঝা যাচ্ছে শাকিবের জন্য আলাদা করে এই দেহরক্ষীকে মোতায়েন করা হয়েছে। অবশ্য তা সীমিত সময়ের জন্য না ২৪ ঘণ্টার জন্য সে বিষয়ে কিছু জানা যায়নি। শাকিবও এই বিষয়ে কোনও মন্তব্য করেননি।
বেলেঘাটায় তৃণমূল বিধায়ক পরেশ পালের কালী পুজো উদ্বোধন করেছিলেন শাকিব। তারপরেই শুরু হয় সমালোচনা। সিলেটের মহসিন তালুকদার নামের এক যুবক ফেসবুকে ভিডিও ছড়িয়ে বলেন, শাকিব মুসলমান হয়ে কালীপুজো উদ্বোধন করে ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন। এখানেই থামেননি ওই যুবক। তিনি যখন এই ভিডিও তোলেন দেখা যায় তাঁর হাতে রয়েছে একটি ধারালো অস্ত্র। ইসলাম অবমাননার অভিযোগ তুলে সরাসরি খুনের হুমকি দেন শাকিবের উদ্দেশে।

এরপর আসরে নামে পুলিশ। পুলিশি তৎপরতা শুরু হতেই নরম হন ওই যুবক। তিনি তারপর আরও একটি ভিডিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। তাতে তিনি বলেন, “আমি আবেগের বশবর্তী হয়ে এই কাজ করেছি। কিন্তু শাকিব ভাইয়ের উচিত ক্ষমা চাওয়া।” পরে তাঁকে গ্রেফতার করা হয়।
গোটা ঘটনা নিয়ে তোলপাড় পড়ে যায় বাংলাদেশে। সোমবার বিকেলে মীরপুর স্টেডিয়ামে অনুশীলন করার সময়ে বেশ কয়েকজন যুবক শাকিবকে কটুক্তি করেন। তারপর নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেন শাকিব। তিনি বলেন, “আমি গর্বিত মুসলমান। ধর্মকে আঘাত করার কোনও উদ্দেশ্য আমার নেই। আমি উদ্বোধনও করিনি। আমি ওই প্যান্ডেলে যাওয়ার আগেই উদ্বোধন হয়ে গেছিল। তবে আমার যাওয়া উচিত হয়নি। এরপর থেকে আমি সতর্ক থাকব। আশা করব আমায় ভুল বুঝবেন না। ক্ষমা করবেন।”
এই ঘটনার পরেও ঝুঁকি নিতে চায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাই দেহরক্ষী দেওয়া হয়েছে শাকিবকে।