
দ্য ওয়াল ব্যুরো: হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ কোভিড আক্রান্ত হওয়ার পর হইহই পড়ে গিয়েছে স্বাস্থ্য মহলে। কারণ তিনি ভারত বায়োটেকের কো-ভ্যাকসিনের টিকা নিয়েছিলেন। তারপর তিনি কোভিডে আক্রান্ত হয়েছেন। প্রশ্ন উঠে গিয়েছে, তাহলে এ কেমন ভ্যাকসিন?
এই নিয়ে যখন স্বাস্থ্যমহল তোলপাড় তখন সুনির্দিষ্ট ব্যাখ্যা দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
শনিবার বিকালে স্বাস্থ্য মন্ত্রক বলেছে, কোভিড প্র্তিষেধক হিসেবে কো ভ্যাকসিনের দুটি ডোজ রয়েছে হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী একটি ডোজ নিয়েছিলেন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক বলেছে, নিয়মানুযায়ী প্রথম ডোজের ২৮ দিনের মাথায় দ্বিতীয় ডোজ নিতে হয়। সেই ডোজ নেওয়ার ১৪ দিন পর শরীরে কাজ করতে শুরু করে। মোট সময়সীমা ৪২ দিনের।
এক্ষেত্রে তা হয়নি। গত ২০ নভেম্বর ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের টিকা নিয়েছিলেন অনিল ভিজ। হরিয়ানার প্রথম ব্যক্তি হিসেবে এই টিকা নিয়েছিলেন তিনি। তার কিছুদিন পরেই তাঁর রিপোর্ট পজিটিভ এসেছেন। নিজেই টুইট করে আক্রান্ত হওয়ার খবর দিয়েছেন মন্ত্রী।
টুইটে অনিল ভিজ লিখেছেন, “আমি করোনা আক্রান্ত হয়েছি। আম্বালা ক্যান্টনমেন্টের সিভিল হাসপাতালে ভর্তি রয়েছি। যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁদের কোভিড টেস্ট করিয়ে নেওয়ার পরামর্শ দিচ্ছি।”
গত ১৯ নভেম্বর টুইট করে ৬৭ বছরের অনিল ভিজ বলেছিলেন, “আগামীকাল ১১টার সময় আম্বালা ক্যান্টনমেন্টের সিভিল হাসপাতালে ভারত বায়োটেকের করোনাভাইরাসের টিকার ট্রায়াল ডোজ নেব আমি। পিজিআই রোহতক ও স্বাস্থ্য দফতরের চিকিৎসকদের তত্ত্বাবধানে হবে এই টিকার ট্রায়াল।” সেইমতো পরের দিন টিকা নেন তিনি। সেই টিকার ট্রায়ালের ভিডিও প্রকাশ করা হয়।
কিন্তু ভ্যাকসিনের কার্যকারীতা নিয়ে প্রশ্ন তোলা অমূলক বলে মনে করছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।