
দ্য ওয়াল ব্যুরো: করোনা আক্রান্ত দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের প্লাজমা থেরাপি হয়েছে। তারপর তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ দিল্লির ম্যাক্স হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসকরা জানিয়েছেন, বড় সময় ধরে করোনা আক্রান্ত আম আদমি পার্টি নেতার জ্বর নেই। সেইসঙ্গে অক্সিজেন নিতেও তাঁর কোনও সমস্যা হচ্ছে না।
একটি বিবৃতিতে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, “দিল্লির স্বাস্থ্যমন্ত্রীর শারীরিক অবস্থা আগের থেকে উন্নতি হয়েছে। দীর্ঘ সময় ধরে তাঁর গায়ে জ্বর নেই। সেইসঙ্গে অক্সিজেনের মাত্রাও বেড়েছে।” হাসপাতালের তরফে আরও জানানো হয়েছে, স্বাস্থ্যমন্ত্রীর শরীরে প্লাজমা থেরাপি সফল হয়েছে। তবে আরও ২৪ ঘণ্টা তাঁকে ভেন্টিলেটরে রেখেই পর্যবেক্ষণ করবেন চিকিৎসকরা।
বুধবার করোনা সংক্রমণ ধরা পড়ে দিল্লির স্বাস্থ্যমন্ত্রীর। তাঁকে ভর্তি করা হয়েছিল রাজীব গান্ধী মেমোরিয়াল হাসপাতালে। তারপর প্লাজমা থেরাপির জন্য তাঁকে ম্যাক্স হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, সবকিছু ঠিকঠাক থাকলে সোমবারই সত্যেন্দ্র জৈনকে জেনারেল ওয়ার্ডে দেওয়া হবে।
কয়েকদিন আগে তীব্র জ্বর আসে দিল্লির স্বাস্থ্যমন্ত্রীর। রাতে হাসপাতালে ভর্তি হন। কিন্তু প্রথমে তাঁর রিপোর্ট আসে নেগেটিভ। দু’দিন পর জ্বর না কমায় ফের তাঁর লালারসের নমুনা পরীক্ষা হয়। তাতে ধরা পড়ে তিনি করোনা আক্রান্ত হয়েছেন।
যেদিন প্রথম জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন সত্যেন্দ্র তার দু’দিন আগেই মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে গিয়ে দিল্লির কোভিড পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেছিলেন। প্রথম রিপোর্ট নেগেটিভ আসায় স্বস্তি ফিরেছিল সরকারের মধ্যে। কিন্তু তার দু’দিন পরই দিল্লির কোভিড সংক্রমণ ধরা পড়ে।
তার এক সপ্তাহ আগেই কেজরিওয়ালের কোভিড টেস্ট হয়। কিন্তু তাতে রিপোর্ট আসে নেগেটিভ। সত্যেন্দ্র অসুস্থ হওয়ার পর আম আদমি পার্টি প্রধান টুইট করে লেখেন, “আপনি নিজের যত্ন না নিয়েই দিনরাত্রি মানুষের জন্য করে যাচ্ছেন। এবার একটু নিজের যত্ন নিন।”
প্রসঙ্গত, মহারাষ্ট্র ও তামিলনাড়ুর পরেই সংক্রমণের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে দিল্লি। স্বাস্থ্য সংকটের পরিস্থিতিও তৈরি হয় রাজধানীতে। তড়িঘড়ি বৈঠক করেন অমিত শাহ। কেন্দ্রীয় সরকারের তরফে আশ্বাস দিয়ে ব্লা হয় ৫০০ ট্রেনের কামরায় আইসোলেশন ওয়ার্ড গড়ে তোলা হবেতার মধ্যেই স্বাস্থ্যমন্ত্রীর পজিটিভ হওয়ার ঘটনা বাড়তি উদ্বেগ তৈরি করেছে।