
দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় ফের মেট্রো বিভ্রাট। থার্ড লাইনে বিদ্যুৎ বিভ্রাটের জেরে শ্যামবাজার মেট্রো স্টেশন ছাড়ার পরেই সুড়ঙ্গে আটকে যায় মেট্রোর রেক। প্রায় ১০ মিনিট আটকে থাকে ট্রেন। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। সূত্রের খবর, প্রায় ১৫ মিনিট ডাউন লাইনে ব্যাহত ছিল পরিষেবা।
বুধবার দুপুরে ঘটেছে এই ঘটনা। আচমকাই সুড়ঙ্গে আটকে যায় মেট্রোর এসি কোচ। প্রায় মিনিট দশেক পর মেট্রোটিকে ফিরিয়ে আনা হয় শ্যামবাজার স্টেশনে। এদিকে স্টেশন ছাড়ার পরেই সুড়ঙ্গে ট্রেন আটকে যাওয়ায় ততক্ষণে অবশ্য আতঙ্কিত হয়ে পড়েছিলেন মেট্রোর ভিতরে থাকা যাত্রীরা। যদিও কিছুক্ষণের মধ্যেই ট্রেনটিকে শ্যামবাজার স্টেশনে ফিরিয়ে আনা হয়।
ঘটনার তদন্ত শুরু করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। প্রাথমিক তদন্তে তাদের দাবি থার্ড লাইনে বিদ্যুৎ বিভ্রাটের জেরেই হয়েছিল গন্ডগোল। শ্যামবাজার এবং শোভাবাজার স্টেশনের মাঝে অন্ধকার সুড়ঙ্গে আটকে পরে কবি সুভাষগামী একটি মেট্রো। প্রায় ১০ মিনিট পর মেট্রোটিকে ফিরিয়ে আনা হয় শ্যামবাজারে। ট্রেন খালি করে যাত্রীদের নিরাপদেই নামিয়ে আনা হয়।
কলকাতায় মেট্রোয় এমন সমস্যা নতুন নয়। অতীতেও নানা ঘটনা ঘটেছে মেট্রোর লাইনে। কখনও কারও আচমকা আত্মঘাতী হওয়া, কখনও বা যান্ত্রিক গোলযোগ, বারবার মাশুল গুনেছেন সাধারণ যাত্রীরা। বুধবার নতুন করে সমস্যা হওয়ার স্বভাবতই বিরক্ত নিত্যযাত্রীরা। আতঙ্কেও রয়েছে অনেকেই।