
কবে বিয়ে করছেন মালাইকা? জবাবে এ কী বললেন আরবাজ!
দ্য ওয়াল ব্যুরো: অর্জুন কাপুরকে কবে বিয়ে করছেন মালাইকা অরোরা? জবাবে আরবাজ বললেন, “কাল বললে হবে?” রেগে গিয়ে নয় দিব্যি হাসতে হাসতে খোশমেজাজেই এমন বলেছেন আরবাজ। তাও আবার অন ক্যামেরা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েও পড়েছে সেই ভিডিও।
গত কয়েকদিনে বেশ কয়েকবার শোনা গিয়েছে মালাইকা-অর্জুনের বিয়ের কথা। মাঝে শোনা গিয়েছিল চলতি বছরের এপ্রিল মাসেই নাকি ১২ বছরের ছোট অর্জুন কাপুরের সঙ্গে গাঁটছড়া পাতবেন মালাইকা। আরবাজের সঙ্গে ১৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে এ বার গড়বেন নতুন সংসার। মালাইকার এ হেন আচরণে, বলা ভালো হাঁটুর বয়সী ছেলের সঙ্গে সম্পর্ক গড়ায় আমজনতার একটা বড় অংশ বেশ বিরক্তই হয়েছে অভিনেত্রীর উপর।
তবে প্রাক্তন স্ত্রী’র বিয়ের খবর বিন্দুমাত্র বিচলিত নন আরবাজ। সাংবাদিকের প্রশ্নে মেজাজও হারাননি। বরং বেশ কুল মুডেই বলেছেন, “আপনি তো অনেক ভেবেচিন্তে এই প্রশ্নটা আমায় করেছেন। তাই আমাকেও উত্তর দেওয়ার জন্য একটু ভাবার সময় দিন। কাল বললে চলবে?” আরবাজের এমন রসিকতায় হেসে ওঠেন ওই সাংবাদিক সম্মেলনে হাজির আশেপাশের সকলেই। মুহূর্তেই আরবাজের ফ্যান ক্লাবগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয় তারকার এই রসিকতার ভিডিও। সল্লু মিঞার ভাইয়ের কীর্তি দেখে হাসির রোল উঠেছে নেট দুনিয়ায়। ‘হাজব্যান্ড কুল’-এর রসিকতার প্রশংসা করেছেন নেটিজেনরাও।
২০১৭ সালে বিচ্ছেদ হয়েছিল আরবাজ-মালাইকার। দুই তারকার ঘনিষ্ঠরাই বলেন, তাঁদের বিবাহ বিচ্ছেদের জন্য নাকি অর্জুন কাপুরের সঙ্গে মালাইকার সম্পর্কই দায়ী। তবে কারও কথাতেই বিশেষ পাত্তা দেননি মালাইকা। বরং মুম্বইয়ের বিভিন্ন নামীদামি রেস্তোরাঁয় হামেশাই একসঙ্গে দেখা যায় এই জুটিকে। এমনকী বিদেশেও একসঙ্গে ছুটি কাটাতে যান এই জুটি। অন্যদিকে মালাইকার সঙ্গে বিচ্ছেদের পরেই ঘনঘন ক্যামেরার সামনে দেখা গিয়েছে আরবাজ খান এবং তাঁর বিদেশি গার্লফ্রেন্ড ইতালীয় মডেল এবং অভিনেত্রী জর্জিয়া আন্দ্রেয়ানিকে। তাই মালাইকা-অর্জুনের পাশাপাশি আরবাজ-জর্জিয়াকে নিয়েও জল্পনা এখন তুঙ্গে।

https://www.instagram.com/p/Bvj_HfKhW0E/